Tips and Tricks

৫টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট।

কপিরাইট ফ্রি ইমেজঃ আপনি যদি একজন ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই জানে একটি ভালো কনটেন্ট তৈরি জন্য ইমেজ ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। ভালো হাই কোয়ালিটির ইমেজ আপনার কনটেন্টকে আরো আকর্ষণীয় করে তুলে এবং যা টেক্সট এর মাধ্যমের প্রকার করা যায় না তা সহজেই একটি ইমেজ ব্যবহার করে বুঝানো সম্ভব। শুধু ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটরদের যে শুধু ইমেজের দরকার পরে তা না। Copyright free image download website list.

যারা অনলাইন বা অফলাইনে বিভিন্ন রকমের কাজ করে থাকেন তাদেরও কোন না কোন সময় ছবির দরকার পড়ে থাকে। গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার ও ডেভেলপার, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার সহ বিভিন্ন পেশার লোকদেরও ইমেজ বা ফটোর দরকার পরে থাকে। সাধারণত আমাদের কাজের প্রয়োজনে যখন কোন ইমেজের দরকার পড়ে তখন আমরা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে ব্যবহার করে থাকি। কিন্তু এইখানে সমস্যা হলো কপিরাইট বলে কিছু একটা আছে আপনি গুগল সার্চ করলেন আর যেকোন একটা ইমেজ ব্যবহার করলেন নিজের কোন পার্সোনাল প্রজেক্ট বা ব্যবসায়িক কোন কাজে তাহলে রিস্ক আছে।

কারণ প্রথমত গুগল সার্চ করে আমরা যেসব ইমেজ দেখতে পাই সেই গুলো ততোটা হাই কোয়ালিটির হয়ে থাকে না এবং দ্বিতীয়ত ইমেজ গুলো অন্য কোন ওয়েবসাইটের কপিরাইট ফ্রি ইমেজ নাও হতে পারে। ফলে যদি আপনি গুগল থেকে কোন ইমেজ ডাউনলো করে সরাসরি যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে বা আপনার বিরুদ্ধে কপিরাইট নোটিশ আসতে পারে। এই জন্য আমাদের কে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করা প্রয়োজন পড়ে থাকে।

অনলাইনে হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে বেশিভাগ পেইড ওয়েবসাইট। যা একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটরদের পক্ষে কিনে ব্যবহার করা কষ্টের বিষয়। অনলাইনে পেইড ইমেজের সাথে কিছু ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইটও রয়েছে। যেসব ওয়েবসাইট বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায় সেইসব ওয়েবসাইটকে স্টক ইমেজ ডাউনলোডিং সাইট বলা হয়ে থাকে।

স্টক ইমেজ কি?

স্টক ইমেজ হলো অনেক ধরনের ইমেজের সমষ্টি যা যেকোন কাজের ব্যবহার করা যেতে পারে। সাধারণ ব্লগে, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে, যেকোন ধরনের প্রোডাক্ট প্রমোশনে, প্রোডাক্ট প্যাকেজিং এর ডেমো ইমেজ হিসাবে, ওয়েবসাইটের ডেমো ইমেজ হিসাবে ইত্যাদি সব কাজে ব্যবহার করার জন্য। এই স্টক ইমেজ গুলো বিভিন্ন ওয়েবসাইট লাইসেন্সের উপর ভিত্তি করে বিক্রি করা হয়ে থাকে। ওয়েবসাইট গুলো তে বিভিন্ন ফটোগ্রাফার, ডিজাইনার তাদের তোলা ও ডিজাইন করা ছবি গুলো সাজিয়ে রাখে এবং প্রয়োজন অনুযায়ী লোকজন কিনে ব্যবহার করে থাকে। স্টক ইমেজ ডাউনলোড করার জন্য দুই ধরনের সাইট দেখা যায়। যথাঃ ১) পেইড স্টক ইমেজ ডাউনলোড সাইট ২) ফ্রি স্টক ইমেজ ডাউনলোড সাইট।

৫টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট

নিচে ফ্রিতে ইমেজ ডাউনলোড করার ৫টি ওয়েবসাইটের লিস্ট দেওয়া হলো। এখান থেকে আপনারা ফ্রিতে যেকোন ধরনের ইমেজ ডাউনলোড করে আপনার ব্লগে বা অন্যান্য প্রজেক্টে ব্যবহার করতে পারেন।

১। Unsplash.com

unsplash free stock image site

ফ্রিতে ইমেজ ডাউনলোড করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম হলো unsplash.com । এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে Copyright Free Image ডাউনলোড করে আপনার কমার্শিয়াল অথবা নন কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারেন। এই অসংখ্য বিভিন্ন ক্যাটেগরির উপর ইমেজ রয়েছে যা আপনার কাজের প্রয়োজন হিসাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এই সাইট থেকে ইমেজ ডাউনলোড করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর যে ধরনের ইমেজ চান সেটি লিখে সার্চ করুন তাহলে হাই কোয়ালাটির অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন। যে ইমেজটি আপনার পছন্দ হবে সেটিতে ক্লিক করুন তারপর দেখুন ডান পাশে Download Free লেখা আছে এটিতে ক্লিক করলে সরাসরি ইমেজ ডাউনলোড হওয়া শুরু হবে। আপনি চাইলে নির্দিষ্ট সাইজের ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড ফ্রি বাটনের পাশেই দেখুন ডাউন অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে কোন সাইজের ইমেজ চাচ্ছেন সেটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।

ইমেজ ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার প্রয়োজন মতো ইডিট করা অথবা ইডিটিং করা ছাড়া আপনার ব্লগ বা অন্যান্য কাজের ব্যবহার করতে পারেন। কিন্তু এই গুলো ইমেজ আপনি ফ্রিতে ডাউনলো করে আবার নিজে বিক্রি করতে পারবেন না এটি বেআইনি হবে। আপনি চাইলে যে ইমেজ ব্যবহার করছেন তার ক্রেডিট দিতেও পারেন আবার নাও পারেন কোন বাধ্যবাধকতা নেয়।

২। Pexels.com

pexels

ফ্রিতে হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করার জন্য জনপ্রিয় আরেকটি সাইট হলো Pexels.com শুধু তাই নয় এই ওয়েবসাইট থেকে আপনি ফটো বা ইমেজ করার পাশাপাশি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবেন। পিক্সেলস ডট কমে অসাধারণত সব ফটোগ্রাফার ও ভিডিও গ্রাফার রা প্রতিনিয়ত নিত্য নতুন ফটো ও ভিডিও আপলোড করে থাকে এই ওয়েবসাইটে। Pexels আপলোড করা ফটো গুলো সুন্দরভাবে ট্যাগ, সার্চ করার মতো যোগ্য করে রাখা হয় যাতে যে কেউ সহজে তার কাঙ্ক্ষিত ইমেজ পেয়ে যায়।

এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য আপনি ফটো ও ভিডিও গুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করার পর চাইলে আপনি ফটোগ্রাফার কে ক্রেডিট দিতে পারেন আর যদি না দিতে চান তাও পারেন কিন্তু আপনার উচিত যার ফটো ব্যবহার করছেন তাকে ক্রেডিট দেওয়ার। অর্থাৎ এই ওয়েবসাইটের ইমেজ বা ফটো ব্যবহার ক্রেডিট দেওয়া বাধ্যতামূলক না কিন্তু আপনি চাইলে দিতে পারেন।

৩। Pixabay.com

pixabay

অন্যান্য সাইটের মতো Pixabay ও একটি জনপ্রিয় ফ্রি স্টক ইমেজ ডাউনলোড ওয়েবসাইট। Pixabay থেকে আপনি শুধু ইমেজ নয়, ইমেজের সাথে ভিডিও, অডিও, ইলাস্ট্রেশন, ভেক্টর সহ আরো চমৎকার সব জিনিস পাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে Pixabay কারণ এখানে একই সাথে ভিডিও, সাউন্ড ইফেক্ট, মিউজিক , ইমেজ, ভেক্টর ইমেজ, ইলাস্ট্রেশন সব একই জায়গায় পাওয়া যাচ্ছে। এটির লাইসেন্স সিস্টেম অন্যান্য স্টক ইমেজ সাইটের মতোই আপনি আপনার প্রয়োজন মতো ইডিট বা কাস্টমাইজ করে নিয়ে ব্যবহার করতে পারেন।

৪। Freerangestock.com

great photo for free

Freerangestock.com ওয়েবসাইটটি ২০০৭ হাই কোয়ালিটি ফ্রি স্টক ইমেজ সরবরাহ করে থাকে। তাদের কমিউনিটিতে ৭,৫,০০০+ রেজিস্টারেড ইউজার রয়েছে। সাইটটিতে photos, textures, and illustrations এর অনেক কালেশন পেয়ে যাবেন যেগুলো ফ্রি তে কমার্শিয়াল বা নন-কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারেন। সাইটে কি কি ধরনের ইমেজ আছে সেটি জানতে অবশ্যই ভিজিট করুন। এই ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে একটি সমস্যা হলো আপনাকে ইমেজ ডাউনলোড করতে হলে অ্যাকাউন্ট করে তারপর ডাউনলোড করতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে ফ্রিতে সব ইমেজ গুলো ডাউনলোড করতে পারবেন।

৫। Burst.shopify.com

burst

যারা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা হয়তো কখনো না কখনো শপিফাই ডট কমের নাম শুনেছেন। এটি একটি ওয়েবসাইট বিল্ডিং টুল যেটি দ্বারা ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়। এই শপিফাইয়ের ওয়েবসাইট হলো Burst যেখানে তারা ফ্রি তে হাই কোয়ালিটি ইমেজ প্রোভাইড করে থাকে। প্রত্যেকটি ইমেজের পাশে আপনি দুটি বাটন দেখতে পারবেন একটি হাই রেজুলেশন অপরটি লো রেজুলেশুন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাদের এই সিস্টেমটি আমার ভালো লেগেছে যাদের লো রেজুলেশনের ইমেজ দরকার তারা সরাসরি এইখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারে।

এই ছিল বেস্ট ৫টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট যেগুলো আমি ব্যবহার করে থাকি। আমি সাধারণত উপরের ৩টা সাইট বেশি ব্যবহার করে আমার ব্লগে ইমেজ যুক্ত করার জন্য। এই লিস্টের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের সাইটটি বেছে নিয়ে আপনার প্রয়োজনীয় ইমেজ ডাউনলোড করতে পারেন।

এই ইমেজ গুলো যেসব কাজে ব্যবহার করতে পারেন

আপনি কোথায় থেকে ভালো copyright free image ডাউনলোড করতে পারেন সেটি তো জানলেন। এখন একটু ধারণা দেয় যে, এই ইমেজ গুলো আপনি চাইলে কোথায় এবং কোন কাজে ব্যবহার করতে পারেন।

  • আপনার যদি একটি ব্লগ সাইট থাকে সেই ব্লগ ওয়েবসাইটের আর্টিকেলের জন্য আপনি এই ওয়েবসাইট গুলোর ইমেজ ব্যবহার করতে পারেন।
  • যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার তাদের অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করার জন্য সুন্দর সুন্দর ইমেজের দরকার পড়ে তারা এই সাইট গুলো থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
  • যারা নতুন ফটোশপ শিখছেন ইডিটিং করার জন্য ভালো কোন ইমেজ পাচ্ছেন না তারা এইখান থেকে হায় কোয়ালিটির ইমেজ ডাউনলোড করে প্রাক্টিস করতে পারেন।
  • আপনার বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের জন্য এইসব ইমেজ ব্যবহার করতে পারেন।
  • যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা তাদের কাজে এই ইমেজ গুলো ব্যবহা রকরত পারেন।
  • অ্যাপ বানাতেও অনেক সময় ইমেজের প্রয়োজন হয় আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন।

আশা করি, এই আর্টিকেলটি দ্বারা আপনার কনটেন্ট বা ব্লগ পোস্ট তৈরির কাজে কিছুটা হলেও সহায়তা করতে পেরেছি। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ

আরো পড়ুনঃ

ওয়েব হোস্টিং কি? হোস্টিং কত প্রকার – বিস্তারিত আলোচনা।

ডোমেইন কি? ডোমেইন কত প্রকার ও কি কি?

ক্লাউডফ্লেয়ার কি? | কেন ব্যবহার করবেন? | সেটআপ পদ্ধতি।

ক্লাউডফ্লেয়ার কি? | কেন ব্যবহার করবেন? | সেটআপ পদ্ধতি।

দ্রুত কম্পিউটার টাইপিং শেখার নিয়ম | টাইপিং মাস্টার।

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!