BDIX Web Hosting কি? এটি ব্যবহার সুবিধা ও অসুবিধা সমূহ।
BDIX Web Hosting: আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আর্টিকেলটি BDIX হোস্টিং কি জিনিস সেই সম্পর্কে আলোচনা করার জন্য। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান সেটি হতে পারে ব্লগ, ই-কমার্স, পোর্টফোলিও বা অন্য কিছু তার আগে আপনাকে হোস্টিং ও ডোমেইন সম্পর্কে অবশ্যই যথেষ্ট পরিমাণ জ্ঞান নিতে হবে।
ইতিমধ্যে আমি আমার এই ব্লগে হোস্টিং কি? হোস্টিং কিভাবে কাজ করে সুন্দরও সহজ ভাবে বর্ণনা করেছি। সেই সাথে ডোমেইন কি ও ডোমেইন কত প্রকার সেই জিনিস গুলো সহজ ভালো আলোচনা করেছি। যারা জানেন না ওয়েব হোস্টিং বা ডোমেইন কি জিনিস সেই সম্পর্কে ধারণা নেওয়া বা বোঝার জন্য এই দুইটি আর্টিকেল পড়ার অনুরোধ রইল।
এখন আসা যাক মূল আলোচনায় আমরা যখন হোস্টিং কিনতে চাই তখন হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ গুলো দেখতে পাই শেয়ার্ড হোস্টিং, ডেডিকেড হোস্টিং, ভিপিএস হোস্টিং ইত্যাদি যা নিয়ে আমি আগের আর্টিকেল গুলোতে আলোচনা করেছি। এছাড়াও আরেক ধরনের হোস্টিং প্যাকেজ দেখতে পাওয়া যায় বাংলাদেশী হোস্টিং সার্ভিস প্রোভাইডাদের কাছে যার না BDIX Web Hosting প্যাকেজ। BDIX Hosting আবার কি জিনিস? এই প্রশ্ন হয়তো আপনাদের মাঝে অনেকেরই এসেছে তো এটি জানানোর জন্য এই আর্টিকেল।
BDIX হোস্টিং কি জিনিস এটা বোঝার আগে আমাদের কে বুঝতে হবে What is BDIX তারপর অন্য কিছু।
বিডিআইএক্স কি ? (What is BDIX ?)
BDIX এর পূর্ণরুপ হলো Bangladesh Internet Exchange. এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেটি ৩৫০০+ এর মতো লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সমন্বয়ে তৈরি একটি লোকাল ও ইন্টারন্যাশনাল রাউটিং হ্রাস করার লক্ষে তৈরি একটি ভার্চুয়াল কানেকশন বা সংযোগ ব্যবস্থা। যার মাধ্যমে এর আওতাভুক্ত ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুত ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোডিং সুবিধা পেয়ে থাকে। সহজ ভাষায়, এটি একটি এক্সচেঞ্জ পয়েন্ট যার মাধ্যমে আমরা দ্রুত ডাটা আদান প্রদান করতে পারবো।
আমরা যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি তারা অনেকে হয়তো FTP সার্ভার এই শব্দটি শুনেছেন। FTP সার্ভার থেকে আমরা সহজেই দ্রুত ফাইল ডাউনলোড করতে পারি তাই তো? এটাই হলো BDIX নেটওয়ার্ক। আপনার ব্রড্যাবন্ড কোম্পানি যদি BDIX এর আওয়াভুক্ত হয় তাহলে স্বাভাবিকের চেয়ে দ্রুত ডাউনলোড করতে পারেন বা পারছেন। জিনিসটা ভালোভাবে বোঝার জন্য BDIX হোস্টিং কিভাবে কাজ করে সেই অংশটি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।
বিডিআইএক্স হোস্টিং কি? (what is bdix hosting?)
BDIX নেটওয়ার্কের আওয়াভুক্ত হোস্টিং সার্ভারকে বিডিআইএক্স হোস্টিং (BDIX Hosting) বলা হয়ে থাকে। অর্থাৎ বিডিআইএক্স যে ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট নিয়ে কাজ করে তার অধীনে কোন একটি সার্ভার পরিচালিত হয় তাহলে তাকে BDIX web hosting বলে।
BDIX Hosting কিভাবে কাজ করে?
বিষয় পরিষ্কার ভাবে বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ইন্টারনেট ও ওয়েবসাইট কিভাবে কাজ করে। হোস্টিং বা ওয়েবসাইট কিভাবে কাজ করে তার ধারণা আমি আগের আর্টিকেল দিয়ে দিয়েছি তবুও এখনে একটু সংক্ষেপে বলছি। ইন্টারনেট আসলে কি? ইন্টারনেট আর কিছু না একটি বড় নেটওয়ার্ক যা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যে ডাটা বিনিময় করে থাকে। এর মাধ্যমে শুরু ওয়েবের যা নিয়ে আলাদা এক আর্টিকেল লেখা যাবে পড়ে সেটি না হয় আলোচনা করলাম।
তো আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে চাই সেটি তখন ইউআরএল টাইপ করে ইন্টার করার পর একটি রিকুয়েষ্ট তৈরি হয় যা ওয়াইফাই রাউটার বা মোবাইল টাওয়ারের মাধ্যমে আমাদের ISP তে যায় সেখানে আমাদের আইএসপি যাদের থেকে সার্ভিস নিয়ে সেখানে যায় ঐখান থেকে এভাবে এক ফাইবার কেবল হয়ে আমরা ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে চাচ্ছি সেখানে আমাদের রিকুয়েষ্ট নিয়ে যায়। আবার ঐ একই ভাবে আমাদের কাছে ঐ রিকুয়েষ্ট এর উত্তর পাঠায় অর্থাৎ যে পেজে বা ওয়েবসাইটটি চাচ্ছি সেটি দেখিয়ে দেয়। এভাবে সাধারণত একটি ওয়েবসাইট কাজ করে থাকে আমরা যা চাই তা একটি নির্দিষ্ট পথ পারি দিয়ে যায় এবং আমাদের কাংঙ্খিত ফলাফলটি দেখায়।
এখন ধরুন, আপনার দুই জন বন্ধু আছে একজন রহিম আরেক জন করিম। রহিমের বাসার দূরত্ব আপনার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে এবং করিমের বাসার দূরত্ব ১৫ কিলোমিটার। এখন বলুন, আপনি যদি তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হোন তাহলে কার বাসায় আগে পৌঁছাবেন? অবশ্যই আপনি আগে রহিমের বাসায় পৌঁছে যাবেন কারণ তার বাসার দূরত্ব করিমের বাসার চেয়ে কম। তাই আপনি কম সময়ে রহিমের সাথে দেখা করতে যেতে পারবেন।
ঠিক এভাবে এখন হোস্টিং নিয়ে যদি চিন্তা করেন, আমরা যেসব হোস্টিং কিনে থাকি সেটা তো একটা সার্ভার কম্পিউটারের জায়গা সেটি কিনে থাকি কোন একটি নির্দিষ্ট দেশের সার্ভারের কাছে। ধরুন আপনি একটি হোস্টিং সার্ভার ব্যবহার করছেন যেটি আমেরিকায় অবস্থিত মানে আপনার হোস্টিং সার্ভারটি আমেরিকায়। অন্যদিকে আরেকটি ওয়েবসাইট ব্যবহার করছেন যেটি হোস্টিং করা আছে বাংলাদেশি কোন সার্ভারের।
এখন যদি কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করে বাংলাদেশি থেকে তাহলে সেই রিকুয়েষ্ট Router > ISP > Main ISP > Fibre Optic Cable হয়ে আপনার আমেরিকার হোস্টিং সার্ভারের কাছে যাবে আবার ঐ পথে ফেরত আসবে। এর ফলে যত দূরত্ব ততো সময় লাগবে রিকুয়েষ্ট সার্ভারে গিয়ে প্রসেস করে ফিরে আসতে। এই যে রিকুয়েষ্ট যাওয়া আসার বা ডাটা আদান-প্রদানের প্রক্রিয়া এতোটা দ্রুত হয় যে আমরা সাধারন মানুষ খালি চোখে বুঝতে পারবো না(যদি হোস্টিং এর অবস্থা একবারে বাজে হয় হাহাহা)।
অন্যদিকে, যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে অবস্থিত কোন ডাটা সেন্টার অর্থাৎ ওয়েব সার্ভারের হোস্ট করা কোন ওয়েবসাইট ভিজিট করে তাহলে আমেরিকার সার্ভারে হোস্টি করা ওয়েবসাইটের থেকে তুলনামূলক অনেক দ্রুত লোড হবে। এর কারণ হলো আমরা যে পেজটার জন্য সার্ভারে রিকুয়েষ্ট করছি সেটার পথ বেশি দূরে না তারপর উপর BDIX স্পিড তো আছেই।
আশা করি, বুঝতে পেরেছেন BDIX ওয়েব হোস্টিং কি জিনিস এবং কিভাবে কাজ করে। কেন দ্রুত লোডিং হয়। এখন বিডিআইএক্স এর সুবিধা ও অসুবিধা সমূহ গুলো জানা যাক।
BDIX Hosting এর সুবিধা সমূহঃ
আপনি যদি একটি BDIX হোস্টিং সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে অন্য হোস্টিং থেকে কি ধরনের সুবিধা পেতে পারেন সেই গুলো নিচে বলা হলো।
১। বাংলাদেশে যেহেতু ডাটা সেন্টার অবস্থান করে সেহেতু ইন্টারন্যাশনাল রাউটিং পার করার প্রয়োজন পরে না সেহেতু অন্যান্য সার্ভারের তুলনায় ২০০ গুণ বেশি ফাস্ট কাজ করবে।
২। দেশীয় ভিজিটর নিয়ে টার্গেট থাকলে তাদের জন্য বেস্ট ওয়েব হোস্টিং প্যাকেজ হতে পারে বিডিআইএক্স হোস্টিং।
৩। লেটেন্সি অনেক কম হয়ে থাকে যেহেতু ইন্টারন্যাশনাল রাউটিং হয় না।
৪। প্রতি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল অপারেটর গুলো BDIX এর অতিরিক্ত কিছু স্পিড (bandwidth speed) যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যার ফলে ওয়েবসাইট সাইটের যেসব কনটেন্ট গুলো থাকে সেই গুলো খুবই দ্রুত লোড হয়ে থাকে।
৫। কোন কারণে গোবাল ভাবে ইন্টারনেট স্পিডের কোন সমস্যা হলে আপনার BDIX Hosting এ তেমন কোন প্রভাব পড়বে না।
৬। ওয়েবসাইটের স্পিডি অপটিমাইজেশন করার জন্য কোন ধরনের সিডিএন ব্যবহার করার প্রয়োজন নেয়।
BDIX Hosting এর অসুবিধা সমূহঃ
প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা ও অসুবিধা থাকে সেটি বিডিআইএক্স হোস্টিং গুলোর ও রয়েছে।
১। বিডিআইক্স হোস্টিং গুলোতে সিডিএন ব্যবহার করলে স্লো হয়ে যেতে পারে। যদিও বাংলাদেশ কে টার্গেট করে ওয়েবসাইটটি করা হয় তাহলে সিডিএন ব্যবহার করা প্রয়োজন নেয় বলে মনে করে এক্সপার্টগণ।
২। ইন্টারন্যাশনাল ভাবে টার্গেট করে ওয়েবসাইট বানানলে BDIX web hosting ব্যবহার করা উচিত হবে না। কারণ এইখানে থেকে যেমন আমরা US এর ডাটা সেন্টারে ওয়েবসাইটের লেটেন্সি বেশি হয় ঠিক তেমন US থেকে কেউ যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে তখন লেটেন্সি বেশি হবে।
৩। BDIX Hosting হওয়া শর্তেও আপনার ওয়েবসাইটের স্পিড বা হোস্টিং এক্সপ্রিয়েন্স ভালো নাও হতে পারি যদি প্রতিষ্ঠানটি ভালো ধরনের সার্ভিস না দিয়ে থাকে।
এই রকম কিছু ছোট-খাটো কিছু অসুবিধা রয়েছে। আপনি কেনার আগে যাচাই করে নিবেন আপনার কোন ধরনের হোস্টিং প্রয়োজন।
কেন বা কারা BDIX Web Hosting ব্যবহার করবেন?
আমি আবারও বলছি আপনার টার্গেটেড ভিজিটর যদি বাংলাদেশ ভিত্তিক হয় তাহলেই আপনার জন্য বিডিআইএক্স হোস্টিং ই সেরা হবে। আমাদের যেসব লোকাল ই-কমার্স, নিউজ পেপার অথবা ব্লগ ওয়েবসাইট রয়েছে তারা অনেকেই বিডিআইএক্স হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য।
BDIX Hosting Server ব্যবহার করলে কি অন্য দেশ থেকে ওয়েবসাইট ভিজিট করা যাবে?
এইখানে বিষয়টা এমন না যে, আপনি BDIX Host ব্যবহার করছেন বলে আপনার ওয়েবসাইট অন্য দেশ গুলো থেকে ভিজিট করা যাবে না। অথবা গেলেও অনেক অনেক স্লো হবে না ঠিক তা না এইখানে ওয়েবসাইট স্লো হবে বলতে তুলনামূলক ভাবে ধীর গতির বোঝানো হয়েছে। যে পরিমাণ স্লো হবে তা সাধারণ ব্যবহার করে বুঝতে পারবে না। আশা করি, আপনা প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন।
Best BDIX Web Hosting Service Provider
আপনি যদি একটি ভালো মানের BDIX Connected Hosting সার্ভিস খুঁজে থাকেন তাহলে, bdixwebhosting.com এর সার্ভিস ব্যবহার করতে পারেন। তারা নিজের infrastructure ব্যবহার করে ভালো মানের BDIX Hosting সার্ভিস প্রদান করছে। আশা করি তাদের সার্ভিস ব্যবহার করে আপনারা সন্তুস্ট হবেন।
আশা করি, আপনাদের এই আর্টিকেল থেকে আপনারা বিডিআইএক্স হোস্টিং সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। এই ধরনের আর্টিকেল নিয়মিত ভিজিট করুন আমার ব্লগ ওয়েবসাইটটি। এখন থেকে আমার ব্লগে হোস্টিং কিভাবে ব্যবহার হয় ও ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল প্রকাশ করা হবে। এই টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে সহজে হোস্টিং ব্যবহার করা শিখানোর চেষ্টা করবো এবং সেই সাথে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ বা ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয় সেটি সম্পর্কে ধারণা দিবো। ততোদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরো পড়ুনঃ
দ্রুত কম্পিউটার টাইপিং শেখার নিয়ম | টাইপিং মাস্টার।