Tips and Tricks

ফ্রিতে বাংলা স্টাইলিস ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট।

বাংলা স্টাইলিস ফন্ট(Bangla stylish font): ডিজাইন অথবা লেখালেখির অন্য সব কাজের জন্য ফন্টের গুরুত্ব অনেক কারণ একটি সুন্দর স্টাইলিস ফন্ট আপনার ডিজাইন করা কে আকর্ষণীয় ও সুন্দর করে তোলার ক্ষমতা রাখে। একটা সময় ছিল তখন নাকি হাতে গুণা কয়েকটা বাংলা ফন্ট ছিল যা দিয়ে ডিজাইন বা টাইপিং এর কাজ গুলো চালানো হতো। কিন্তু বর্তমান সময়ে অনেক ফন্ট ডেভেলপাররা আছে যারা প্রতিনিয়ত আমাদের বাংলা ভাষার জন্য নিত্য নতুন ফন্ট তৈরি করে যাচ্ছে।

তাদের অবদানে এখন অনেক সুন্দর ও bangla stylish font রয়েছে ইন্টারনেটে যার বেশির ভাগই ফ্রিতে ব্যবহার করতে পারে লোকজন। আজকে আমি আপনাদের সাথে বাংলা ফন্ট ডাউনলোড করার কয়েকটি জনপ্রিয় ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিবো যেখান থেকে বিনামূল্যে Font Download করে নিয়ে ব্যবহার করতে পারবেন। সেই সাথে ওয়েবসাইট গুলো তে Free Bangla Font থাকার পাশাপাশি Premium Bangla Font রয়েছে আপনি চাইলে সেই ফন্ট গুলো কিনে ব্যবহার করতে পারেন।

কোথায় ফন্ট গুলো ব্যবহার করতে পারবেন?

ওয়েবসাইট গুলোর সাথে পরিচিত হওয়ার আগে জানা যাক এই বাংলা ফন্ট গুলো আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি।

  • ফটোশপের বিভিন্ন প্রজেক্টে বাংলা লেখার জন্য এই স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করতে পারেন।
  • illustrator সফটওয়্যার দিয়ে কোন কিছু ডিজাইন করার সময় বাংলা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
  • যারা মোবাইলে দিয়ে ছবি ইডিটিং করেন বা ছবির উপর বাংলা লেখা লিখে সোশাল মিডিয়াতে পোস্ট করেন তারা এই ফন্ট গুল ডাউনলোড করে Picsart, Pixel Lab এর মতো সফটওয়্যারে ব্যবহার করতে পারেন।
  • মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বাংলায় ডকুমেন্ট লেখার জন্য ব্যবহার করতে পারেন।
  • আপনার ব্লগ অথবা অন্য কোন ওয়েবসাইটে বাংলা লেখা গুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করতে পারেন।

ফ্রিতে বাংলা স্টাইলিস ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট

নিচের ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার সেরা ওয়েবসাইট গুলোর তালিকা দেওয়া হলোঃ

১। লিপিঘর । Lipighor

বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার এক সেরা ওয়েবসাইট হলো লিপিঘর। এই ওয়েবসাইটে সব আধুনিক ডিজাইনের ফন্টের রয়েছে যা আপনার গ্রাফিক্স ডিজাইন বা অন্য সব কাজে সুন্দরতার এক নতুন মাত্রা যোগ করবে। লিপিঘরে ১৫০+ মতো ফ্রি ফন্ট রয়েছে যা আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে আপনার যে কোন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। যারা বাংলা ফন্ট নিয়ে ডিজাইন করেন তাদের জন্য অসাধারণ একটি সাইট হলো লিপিঘর।

[button color=”primary” size=”medium” link=”https://lipighor.com/” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট লিপিঘর[/button]

২। ফন্ট বিডি । Font BD

বাঙ্গালী হিসেবের নিজেদের ভাষার লিপির অগ্রগতির জন্য ফন্ট বিডির এই মহান উদোগ্য। পৃথিবীর আর সকল ভাষার মতো বাংলা ভাষাকেও তাল মিলিয়ে চালানোর জন্য চেষ্টা করছে ফন্ট বিডি। বাংলা বর্ণমালাকে কম্পিউটার ও ডিজিটাল মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে Font BD টীম। এইখানে অনেক সুন্দর ডিজাইনের ফন্ট রয়েছে যার সম্পূর্ণ ফ্রি এবং সেই সাথে এনাদের কিছু প্রিমিয়াম ফন্টও রয়েছে।

[button color=”primary” size=”medium” link=”https://fontbd.com/” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট ফন্ট বিডি[/button]

৩। ওমিক্রন ল্যাব । Omicron Lab । Free bangla font download

বাংলা লেখালেখি করার জনপ্রিয় কীবোর্ড সফটওয়্যার হলো অভ্র। সেই অভ্র কীবোর্ড নিমার্তা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিছু ফন্ট কালেকশন রয়েছে যা যেগুলো সাধারণ কাজে ব্যবহার করতে পারেন। এই ফন্ট গুলো অন্য বাংলা ফন্টের মতো স্টাইলিশ না এই গুলো অতি সাধারণ যা লেখালেখি কাজের জন্য বেশ মানান সই। এই তালিকায় ২১টি মতো জনপ্রিয় বাংলা ফন্ট রয়েছে যা আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি।

[button color=”primary” size=”medium” link=”https://www.omicronlab.com/bangla-fonts.html” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট ওমিক্রন ল্যাব -[/button]

৪।  অক্ষর ৫২ । okkhor52

লিপিঘর এর তৈরি আরেকটি বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড ওয়েবসাইট হলো অক্ষর ৫২ । এখানে বেশ কয়েকটি বাংলা স্টাইলিস ফন্ট রয়েছে যা গ্রাফিক্স ডিজাইনে বা অন্য যেকোন কাজে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটির লক্ষ্য, বিনামূল্যে বাংলা ভাষার জন্য স্টাইলিশ ফন্ট উম্মোক্ত করা।

[button color=”primary” size=”medium” link=”https://okkhor52.com/” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট অক্ষর৫২ [/button]

 

৫। বেঙ্গাল ফন্টস । Bengal Fonts

বেঙ্গাল ফন্টস রয়েছে কিছু অসাধারণ বাংলা স্টাইলিস ফন্ট কিন্তু এই ওয়েবসাইটের ফন্ট গুলো ডাউনলোড করার পদ্ধতি ভিন্ন। এদের ফন্ট ব্যবহার করার জন্য আপনি কম্পিউটার ও মোবাইলের জন্য আলাদা আলাদা অ্যাপ পাবেন যেটি ইনস্টল করার পর ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটি লগিন করার মাধ্যমে তাদের ফন্ট গুলো ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। কিভাবে কি করবেন সেটি সুন্দর করে ভিডিও টিউটোরিয়াল দিয়ে রেখেছে তারা।

[button color=”primary” size=”medium” link=”https://www.bengalfonts.com/” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট বেঙ্গাল ফন্টস[/button]

৬। ফন্ট লিপি । Font Lipi

দৃষ্টিনন্দন এবং অভিজাত ডিজাইনের সম্পূর্ণ নিত্য নতুন মৌলিক বাংলা ফন্ট সৃষ্টি করার অদম্য স্পৃহা থেকে জন্ম হয়েছে ফন্টলিপির। সমসাময়িক ডিজিটাল যুগে বাংলা ফন্ট অন্যান্য ভাষার ফন্ট থেকে অনেক পিছিয়ে থাকবে, এটা আমরা মেনে নিতে পারিনি।

বাংলা ভাষা যেমন পৃথিবীর সবথেকে মধুময় ভাষা, তেমন বাংলা ফন্টও প্রাচুর্যে সমৃদ্ধ এবং আমাদের মাতৃভাষার মতোই সুন্দর হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রতিনিয়ত বাংলা লিপি, অক্ষর এবং যুক্তাক্ষরের আকৃতি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের তৈরি ফন্টগুলো যেমন অতুলনীয় ডিজাইনকৃত এবং ভিন্নধর্মীয় হয়, তেমনি মনোমুগ্ধকরভাবে সুন্দরও হয়। আমরা আশা রাখি, শুধুমাত্র বাংলা ভাষাই নয়, অসমীয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইত্যাদি যে সকল ভাষা বাংলা-অসমীয়া লিপি ব্যবহার করে লেখা হয়, সেই সকল ভাষা-ভাষী মানুষেরাও আমাদের কাজের মাধ্যমে উপকৃত হবেন। ইনশা আল্লাহ। – (This text copied from fontlipi about page)

[button color=”primary” size=”medium” link=”https://fontlipi.com/” icon=”” target=”true” nofollow=”false”]ভিজিট ফন্ট লিপি [/button]

বাংলা ফন্ট ডাউনলোড করার সেরা ৬টি ওয়েবসাইটের সাথে আপনাদের কে পরিচয় করিয়ে দিলাম। আরো কিছু ওয়েবসাইট ছিল যেখানে ফ্রিতে বাংলা স্টাইলিশ ফন্ট পাওয়া যায় যেতো কিন্তু ওয়েবসাইট গুলো বর্তমানে কাজ করছে না বিধায় এই লিস্টে এড করি নি। আশা করি, এই আর্টিকেল আপনার গ্রাফিক্স ডিজাইন প্রজেক্ট অথবা অন্য কোন প্রজেক্টে কাজে আসবে বাংলার ফন্ট খুঁজার ক্ষেত্রে।

ধনবাদ

আরো পড়ুনঃ

কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন?

দ্রুত কম্পিউটার টাইপিং শেখার নিয়ম | টাইপিং মাস্টার।

অপ্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার নিয়ম।

১০টি ফেসবুক মেসেঞ্জার টিপস এন্ড ট্রিক।

ওয়েব হোস্টিং কি? হোস্টিং কত প্রকার – বিস্তারিত আলোচনা।

ডোমেইন কি? ডোমেইন কত প্রকার ও কি কি?

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!