অপ্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার নিয়ম।
আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করা বিষয় আলোচনা করব। কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করা কোন কঠিন কাজ নয়! অনেকের হয়তো আর্টিকেল হাসি পাচ্ছে। কিন্তু বিষয়টি সহজ হলে অনেক মানুষ যারা নতুন কম্পিউটার শিখছে তারা ঠিকই গুগলে সার্চ করে “কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার নিয়ম” তাদের উদ্দেশ্য করেই আজকের এই আর্টিকেল।
কম্পিউটারে থাকা সফটওয়্যার আনইন্সটল করা কোন কঠিন কাজ না হলেও এইখানে কিছু বিষয় জানার আছে। আমরা বেশির ভাগ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। যেখানে আগে থেকে কিছু অতিরিক্ত অ্যাপ ইন্সটল করা থাকে যেগুলো আমাদের অনেকের কোন প্রয়োজনে আসে না। এই কম্পিউটারে ইন্সটল থাকা অতিরিক্ত সফটওয়্যার আমাদের অবশ্যই আনইন্সটল করার প্রয়োজন বলে আমি মনে করি।
ক্ষতিকর সফটওয়্যার আনইন্সটল করা
আমরা প্রয়োজনে কম্পিউটারে নানান ধরনের সফটওয়্যার ইন্সটল করে থাকি এই সফটওয়্যার ব্যবহার শেষ হলে এমন করেই ফেলে রাখি। এছাড়াও আমরা যারা উইন্ডোজ ১০ ব্যবহার করে থাকি তারা খেয়াল করে থাকবো উইন্ডোজ ১০ ইন্সটল করলে কিছু অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল করা থাকে। যা আমাদের কম্পিউটারের অতিরিক্ত রিসোর্স ব্যবহার করে থাকে যার ফলে কম্পিউটার স্লো হতেও পারে তাই অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করা অনেক জরুরি।
কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার সময় অনেকেই ভুলবশত অতিরিক্তি সফটওয়্যার ইন্সটল করে থাকে ব্যবহারকারীরা। যার ফলে কম্পিউটারে একটি অংশ ঐ সফটওয়্যার গুলো দখল করে থাকে যা আমাদের কম্পিউটারের ক্ষতিসাধণ কারণ হতে পারে। তাই আমাদের উচিত অজানতে যেসব অ্যাপ বা সফটওয়্যার গুলো ইন্সটল হয়ে গেছে আমাদের কম্পিউটারে সেইসব সফটওয়্যার আনইন্সটল করা জরুরি।
যারা জানেন যে কম্পিউটারে অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল করে রাখা ঠিক না অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করার প্রয়োজন। কিন্তু তারা উইন্ডোজ ১০ বা অন্য কোন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সিস্টেম সফটওয়্যার গুলো আনইন্সটল করতে পারছেন তাদের জন্য এই আর্টিকেলটি অনেক কাজে আসবে। আমি দেখাব কিভাবে উইন্ডোজের অপ্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার গুলো আনইন্সটল করবেন।
অপ্রয়োজোনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার উপকারিতা
- কম্পিউটারের অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করলে স্টোরেজ ডিভাইসের সেই পরিমাণ জায়গা খালি হয়ে যাবে।
- কম্পিউটারের অতিরিক্ত র্যাম ব্যবহার রোধ করা যাবে।
- অপ্রয়োজনীয় ক্ষতিকারক সফটওয়্যার নিজের অজানতে ইন্সটল হয়ে থাকলে সেটি আইন্সটল করে সিস্টেম কে সুরক্ষিত রাখতে পারেবন।
- অনেক সফটওয়্যার বা প্রোগ্রাম রয়েছে যেগুলো কম্পিউটার অন করার সময় সেইগুলো সাথে সাথে অন হয়। যেটিকে স্টার্ট আপ বলা হয়ে থাকে আর এই স্টার্টআপে বিভিন্ন সফটওয়্যার Enable থাকলে কম্পিউটারটি অন হতে অতিরিক্ত সময় নেয়। সেই জন্য এই ধরনের অ্যাপ যদি আপনার সিস্টেমে থাকে তাহলে সেই গুলো আনইন্সটল করার মাধ্যমে কম্পিউটার কে একটু দ্রুত অন করাতে পারবেন।
- অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করার ফলে কম্পিউটার আগের চেয়ে আরো ভালো কাজ করতে পারে।
অপ্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার নিয়ম
উইন্ডোজ কম্পিউটারে যেকোন সফটওয়্যার আনইনস্টলেশন করার প্রক্রিয়া প্রায়ই একই। আমি প্রথম যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ১০ একই নিয়মে আনইন্সটল করতে পারবেন। কিন্তু এইখানে সমস্যা হলো এটি দ্বারা সব ধরনের সিস্টেম সফটওয়্যার আনইন্সটল না হতে পারে এইখানে শুধু আপনি যেগুলো ইন্সটল করছিলেন সেই সব সফটওয়্যার আনইন্সটল হবে। এখন প্রশ্ন হলো কোন সফটওয়্যার গুলো আনইন্সটল করবেন? যে সফটওয়্যার গুলো আপনার পিসিতে আর প্রয়োজন নেয় যে গুলো আপনি ব্যবহার করেন না ঐ গুলো।
পদ্ধতি-১ঃ সফটওয়্যার আনইনস্টলেশন
এইখানে দেখাবো কিভাবে যেকোন ইন্সটল করা সফটওয়্যার আনইন্সটল করবেন।
- প্রথমে সার্চ বার থেকে Control Panel সার্চ করুন তারপর সেটি প্রবেশ করুন অথবা Windows Key + R চেপে Control লিখে Enter দিলে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে।
- তারপর Programs And Features এ প্রবেশ করতে হবে।
- এরপর নিচের স্ক্রিনশটের মতো উইন্ডো পাবেন এখানে থেকে যে যে সফটওয়্যার আপনি আনইন্সটল করতে চান সেটি এক এক করে আনইন্সটল করতে পারবেন।
- যে সফটওয়্যার টি আনইন্সটল করতে চান তার উপর মাউস কার্সর নিয়ে গিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Uninstall ক্লিক করুন।
- তারপর সফটওয়্যার ভেদে আনইন্সটল করার ইন্টারফেস আলাদা হতে পারে আপনি ভালো করে পরে Next Next করে আনইন্সটল করে দিন।
পদ্ধতি-২ঃ কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল
কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার সাধারণ নিয়ম গুলোতে ইন্সটল করার সফটওয়্যার আনইন্সটল করা গেলেও সিস্টেম সফটওয়্যার গুলো করা যায় না। তাই এই পদ্ধতি CCleaner নামের সফটওয়্যার দিয়ে কিভাবে সিস্টেম সফটওয়্যার মানে আগের থেকে উইন্ডোজে যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো আনইন্সটল করবেন।
- প্রথমে এই লিংক থেকে CCleaner এর ফ্রি ভার্সন অ্যাপ টি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন।
- সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে শুরুতে আপনাদেরকে কিছু ব্রাউজার বা সফটওয়্যার ইন্সটল করার জন্য সাজেস্ট করবে সেইগুলো Decline করে দিন।
- এরপর সরাসরি দেখুন বাম পাশে Tools নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।
- তারপর যেসব আপনার কম্পিউটারে সকল সফটওয়্যাল গুল দেখতে পারবেন যেগুলো ইনস্টল করা আছে।
- এখান থেকে যেসব সফটওয়্যার আপনার প্রয়োজন নেয় সেইসব সফটওয়্যার সিলেক্ট করে আনইন্সটল করে দিন।
এভাবে যেসব সফটওয়্যার গুলো আপনাদের প্রয়োজন পড়ে না সেসব সফটওয়্যার গুলো আনইন্সটল করে দিন।
উইন্ডোজ ১০ এর অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ লিস্টঃ
এইখানে উইন্ডোজ ১০ এর কিছু ডিফল্ট অ্যাপের নাম উল্লেখ করলাম যেটি আমাদের অনেকের ই কাজে আসে না এইগুলার মধ্যে থেকে আপনার যেটি আসলেই দরকার পড়ে সেইগুলো আনইন্সটল করতে পারে। যেমন Xbox এর কিছু সফটওয়্যার যেগুলো আমাদের দরকার ই নাই আমাদের Xbox ডিভাইস ই নাই তারা এইগুলো আনইন্সটল করতে পারেন।
- Xbox Game Bar
- Xbox Game Speech Window
- Your Identity Provider
- Xbox Live
- Web Media Extensions
- Weather
- Webp Image Extensions
- Tips
- Hub
- HEIF Image Extensions
- Microsoft Team
- Feedback hub etc.
এইগুল সহ যেগুলো আপনার কাছে অপ্রয়োজনীয় লাগবে শুধু সেইগুলো আনইন্সটল করবেন।
সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি
অনেকেই গুগলে বা অন্য কোথায় জিজ্ঞাসা করে থাকে “সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি” । সফটওয়্যার ডিলিট করা এক জিনিস আর আনইন্সটল করা আরেক জিনিস। আপনি যদি সফটওয়্যার আনইনস্টল করতে চান তাহলে উপরের পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর যদি চান যে সফটওয়্যার পিসি থেকে ডিলিট দিবো তাহলে সফটওয়্যার এর .exe ফাইল বা পুরা জিপ ফাইল বা যেটি আপনি ডাউনলোড করে ইন্সটল করেছেন সেই ফাইলটি ডিলিট দিয়ে দিবেন। এছাড়া আর কোন ধাপ দেখছি নাহ।
CCleaner সম্পর্কে
সি ক্লিনার অ্যাপ টি ব্যবহার করে সফটওয়্যার আনইন্সটল করা ছাড়া আরো কাজ করতে পারেন। যেমনঃ স্টার্ট আপ সফটওয়্যার গুলো ডিজেবল করা, ড্রাইভার আপডেট করা, ক্যাশ ফাইল ডিলিট করা,ব্রাউজার ক্যাশ ডিলিট করা, Registry ক্লিন করা ইত্যাদি। কিন্তু অনেকেই অ্যাপ ব্যবহার করতে লাগে ব্রাউজারের ক্যাশ ডিলিট করে ফেলে তাই আমি সাজেস্ট করব এটি দিয়ে সিস্টেম সফটওয়্যার গুলো আনইন্সটল করা হয়ে গেলে Cleaner অ্যাপটাও আনইন্সটল করে দিবেন।
আশা করি, জেনে গেছেন কিভাবে অপ্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করতে হয়। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।
আমার অন্যান্য আর্টিকেলঃ
গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? বিস্তারিত।
.me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন স্টুডেন্টদের জন্য Github দিয়ে।
টু স্টেপ ভেরিফিকেশন কি? ফেসবুক ও জিমেইলে সেটআপ পদ্ধতি।