Web Development

.me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন স্টুডেন্টদের জন্য Github দিয়ে।

.me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশনঃ গত আর্টিকেল থেকে আমরা জেনেছি স্টুডেন্টদের জন্য গিটহাবের একটি বিশেষ প্রোগ্রাম গিটহাব ইডুকেশনের আন্ডারে থাকা Github student developer pack সম্পর্কে। আজকের এই আর্টিকেল দেখবো কিভাবে নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য সম্পূর্ণ ফ্রি তে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারি। যারা গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক সম্পর্কে জানেন না অবশ্যই নিচের আর্টিকেল টি পড়ে আসুন।

অবশ্যই পড়ুনঃ গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? বিস্তারিত।

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন সম্পর্কে ( .me domain)

একটি ওয়েবসাইট তৈরী করতে চাইলে প্রথমে তার নাম কি হবে সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তারপর নিজের পছন্দ মতো একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে। একটি ওয়েবসাইট তৈরী করার জন্য টপ লেভেল ডোমেইন গুলোর ভূমিকা অনেক হয়ে থাকে। ইন্টারনেটে দুনিয়ায় অনেক ডোমেইন থাকলেও আমরা অনেকেই .com, .me, .net, .info ইত্যাদি কিছু কমন ডোমেইন এক্সটেনশনের সাথেই পরিচিত।

আমরা যারা গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক প্রোগ্রামে অ্যাপ্রুভ পেয়েছি তাদের জন্য গিটহাব অসাধারণ একটি ডোমেইন এক্সটেনশন ফ্রিতে দিচ্ছে সেটি হলো .me ডোমেইন। এই ডোমেইন টি পার্সোনাল ওয়েবসাইট যেটা হতে পারে পোর্টফোলিও বা পার্সোনাল ব্লগের জন্য বেস্ট একটি ডোমেইন। আমরা এই ফ্রি .me ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবো নামকরা একটি ইন্টারন্যাশনাল ডোমেইন ও হোস্টিং প্রোভাইডার কোম্পানি Namecheap.com থেকে।

যারা আইটি সেক্টর বা সিএসই নিয়ে পড়াশোনা করছেন অথবা এছাড়াও অন্যসব শিক্ষার্থীরা রা প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন। তাদের অনেকের পক্ষে কাজের জন্য বা নিজের পোর্টফলিও বিল্ড করার জন্য একটি টপ লেভেল ডোমেইন রেজিস্ট্রেশন করার মতো অর্থ বা অবস্থা সবার থাকে না। সেই সকল শিক্ষার্থীরা বা যাদের অবস্থা ভালো তারাও শিক্ষার্থী হওয়ার কারণে ফ্রি তে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক দ্বারা।

কেন Namecheap থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করব?

গিটহাব স্টুডেন্টদের জন্য যেসব ফ্রি সার্ভিস দিয়েছে সেইগুলো মধ্যে দুটা-তিনটা ওয়েবসাইট থেকে ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। ঐসব ডোমেইন প্রোভাইডার মধ্য শুধু মাত্র নেমচিপ ফ্রি তে .me ডোমেইন রেজিস্ট্রেশন করার সুবিধা দিচ্ছে। আর একটি পোর্টফোলিও বা পার্সোনাল ব্লগিং ওয়েবসাইটের জন্য বেস্ট একটি ডোমেইন হলো .me ডোমেইন। এইখানে একটি বিষয় লক্ষ্যণীয় আমরা যে ফ্রি ডোমেইন টি পাবো সেটির মেয়াদ থাকবে এক বছর। অর্থাৎ ১ বছরের জন্য ডোমেইন টি ফ্রি ব্যবহার করতে পারবো পরবর্তীতে অর্থ খরচ করে রিনিউ করতে হবে।

যেহেতু ডোমেইন টি আপনি নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য নিবেন সেহেতু যদি আপনার সামর্থ্য থাকে রিনিউ করার ১ বছর পর তাহলে ডোমেইন টি নিয়েন। তাছাড়া অযথা নিলে পরে ডোমেইন টি রিনিউ করতে পারবেন না পড়ে দাম বেড়ে যাবে পড়ে কখনো সামর্থ্য হলে ডোমেইনটির প্রাইস আরো বেড়ে যেতে পারে। ডট মি ডোমেইন রিনিউ করতে ১৮ ডলারের মতো খরচ পড়বে।

হ্যাঁ এই ডোমেইনটির রিনিউ প্রাইস অনেক বেশি এখন আপনি চিন্তা করেন ডোমেইন রেজিস্ট্রেশন করবেন কি না। আর যদি এমন হয় আপনি যদি এক বছর প্রাক্টিসের জন্য নিচ্ছে পরে রিনিউ না করলেও চলবে বা  রিনিউ করতে পারবেন তাহলে ডোমেইন টি রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন।

Namecheap থেকে ফ্রি .me ডোমেইন রেজিস্ট্রেশন পদ্ধতি

আমার আগে থেকে একট Namecheap ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরী করা হয়েছিল তাই আপনাদের কে দেখাতে পারবো না কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু চিন্তার বিষয় নেয় অ্যাকাউন্ট করা একদম সহজ ব্যবহার Namecheap.com এ প্রবেশ করে Signup বাটনে ক্লিক করে সকল তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরী করে নিন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করতে পারেন অথবা আর্টিকেল নিচে ফেসবুক দিয়ে কমেন্ট করার অপশন আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন।

আমাকে মেসেজ দেওয়ার আগে ভালো হয় যদি ইউটিউবে কষ্ট করে সার্চ করে দেখে নেন কিভাবে নেমচিপে অ্যাকাউন্ট করতে হয়। আর একটি বিষয় আপনাদের বুঝার সুবিধার জন্য আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো কিভাবে কি করবেন কিন্তু এইখানে স্ক্রিনশট গুল আগে নেওয়া হয়েছে এবং কেবল আমি আর্টিকেল টি লেখছি তাই ধাপ গুলো আগে পিছু হলে একটু বুঝে নিবেন। তো চলুন শুরু করা যাক .me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশনঃ

১। আপনার গিটহাব অ্যাকাউন্ট টি Github student developer pack অ্যাপ্রুভ হয়ে গেলে https://education.github.com/pack/offers এই ওয়েবসাইট ভিজিট করুন এবং যদি সাইন ইন না থাকে সাইন ইন করে নিন। তারপর নিচের স্ক্রিনশটে মার্ক করা লিংকে ক্লিক করুন।

free domain registration

২। এর পর আপনার গিটহাব অ্যাকাউন্ট কি নেমচিপের সাথে কানেক্ট করতে হবে এর জন্য Authorize namecheapedu তে ক্লিক করুন।

github authorization

৩। এখ আপনার গিটহাব অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে চলে যান।

৪। গিটহাবের সাথে সফল ভাবে কানেক্ট হয়ে গেলে নিচের স্ক্রিনশটের মতো উপরে একটা নোটিফিকেশন দেখা যাবে। এখন আপনি যে ডোমেইন টি ফ্রি তে রেজিস্ট্রেশন করতে চান সেটি টাইপ করুন। যেমন আমি আমার নামে ডোমেইন নিবো সেই জন্য biplophossain লিখেছি এখন Find এ ক্লিক করুন। যদি এই ডোমেইন ট্রি কেউ না নিয়ে থাকে আগে থেকে তাহলে আমি নিতে পারবো।

claim your free domain

৫। আপনি যে ডোমেইন টি সার্চ করেছেন সেটি Available আছে কিনা চেক করে দেখবে তারপর যদি থাকেন নিচের মত পাবেন এখন Add বাটনে ক্লিক করার পর Complete order করে দিন।

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন

৬। এই পেজে সবার প্রথমে দেখুন Github Pages আছে এই খানে ক্লিক দিন তারপর নিচের মার্ক করা বক্সে আপনার গিটহাবের সেই ইমেইল টি দিন যেটি দ্বারা আপনি গিটহাব অ্যাকাউন্ট করেছিলেন। সব ঠিকভাবে দেওয়ার পর Finish Up করুন।github domain

৭। আপনি যদি আগে থেকে গিটহাব অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেই লগিন ইনফরমেশন দিয়ে লগিন করুন। আর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে Register বাটনে ক্লিক করে রেজিস্টার করে নিন।

github account login

৮। এখন Confirm Order করে দিন।

namecheap for education

৯। Congratulations আপনি সফলভাবে ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন এই পেজে আপনাকে গিটহাব সেটআপ করতে  বলবে সেটি  না করলেও চলবে। ট্যাব টি ক্লোজ করে ডাইরেক্ট তাদের ওয়েবসাইট প্রবেশ করে ড্যাশবোর্ড গেলে আপনার ডোমেইন টি দেখতে পারবেন।

namecheap free .me domain registration

১০। ডোমেইন টি দেখার জন্য namecheap এ লগিন করুন তারপর Dashboard থেকে Domain List গেলে আপনার রেজিস্ট্রার করা ফ্রি ডোমেইন টি দেখতে পারবেন।

namecheap domain list

আপনার ডোমেইন টি এখন প্রস্তুত ম্যানেজ বাটনে ক্লিক করে আপনার ডোমেইন টি নেম সার্ভার পরিবর্তন করে যেকোন হোস্টে কানেক্ট করতে পারেন।

তো এখন আপনার ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন কাজে লাগাতে পারেন। এই ফ্রি .me ডোমেইন রেজিস্ট্রেশন নিয়ে কোন প্রশ্ন বা সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের কে সাহায্য করার, ধন্যবাদ।

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

4 Comments

    1. ধন্যবাদ, আপনার ওয়েবসাইট টি Netlify এ আপলোড করুন ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!