কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয়। cPanel Tutorial-3
সাব ডোমেইনঃ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি সিপ্যানেল টিউটোরিয়াল সিরিজের ৩য় পর্ব নিয়ে। এই পোস্টে আমরা সিপ্যানেলে Domain সেকশনের Subdomains অপশনটির কাজ সম্পর্ক জানবো। সেই সাথে সাব ডোমেইন কি? সাব ডোমেইন কি কারণে ব্যবহার হয় এবং কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয় এই সকল বিষয় গুলো আজকের এই আর্টিকেলে থাকছে।
আগের আর্টিকেল গুলো
কিভাবে ডোমেইন ও হোস্টিং কিনতে হয়? – ধারাবাহিক টিউটোরিয়াল।
ওয়েব হোস্টিং কি? হোস্টিং কত প্রকার – বিস্তারিত আলোচনা।
BDIX Web Hosting কি? এটি ব্যবহার সুবিধা ও অসুবিধা সমূহ।
কিভাবে ডোমেইন ও হোস্টিং কিনতে হয়? – ধারাবাহিক টিউটোরিয়াল।
সিপ্যানেল কি? কিভাবে ব্যবহার করতে হয়। cPanel Tutorial-1
সিপ্যানেল ফাইল ম্যানেজারের ব্যবহার। cPanel Tutorial-2
সাব-ডোমেইন কি?
সাব ডোমেইন কি? এটি নিয়ে আমি আমার ব্লগের ডোমেইন কি এবং ডোমেইন কত প্রকার এই পোস্টের ভেতরে আগেই আলোচনা করেছি দেখে নিবেন। তবুও এই হালকা করে বলি সাব ডোমেইন হলো মূল ডোমেইন এর অংশ যা ডোমেইন নাম ও এক্সটেনশনের আগে অবস্থান করে।
উদাহরণঃ info.biplophossain.me
এইখানে আমার মূল ডোমেইন হলো biplophossain.me আর তার আগে info হলো সাব ডোমেইন যা ডট দিয়ে আলাদা করা হয়েছে।
সাব ডোমেইন কেন ব্যবহার করা হয়?
সাধারণত একটি ডোমেইনের অধীনে একাধিক ওয়েবসাইট তৈরি করার জন্য সাব ডোমেইন তৈরি করা হয়ে থাকে। একটি ওয়েবসাইটের বিভিন্ন সার্ভিস থাকতে পারে তার জন্য আলাদা আলাদা ডোমেইন না নিয়ে একই ডোমেইন অধীনে একাধিক সার্ভিস বা ওয়েবসাইট পরিচালনা করায় Subdomain এর মূল লক্ষ্য। আমরা চারিদিকে লক্ষ্য করে এমন উদাহরণ অনেক পাবো আমরা যদি গুগলের বিভিন্ন সার্ভিসের দিকে লক্ষ্য করি তাহলেই দেখতে পারবো তাদের একাধিক সাব ডোমেইনে আলাদা আলাদা সার্ভিস বা ওয়েবসাইট পরিচালনা করছে।
উদাহরণঃ Some Google Subdomains
- images.google.com
- maps.google.com
- mail.google.com.
- news.google.com.
- video.google.com
- books.google.com
- clients1.google.com
আবার মাঝে মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন নিউজ, ব্লগ বা অন্যান্য ওয়েবসাইটের আলাদা আলাদা ভাষার জন্য আলাদা আলাদা সাব ডোমেইন ব্যবহার করে থাকে। যেমনঃ en.prothomalo.com
এইভাবে আমরা আমাদের ব্যবসায়িক, ব্লগ, নিউজ ইত্যাদি ওয়েবসাইটের জন্য দরকার পড়লে আলাদা আলাদা সাব ডোমেইন তৈরি করে একাধিক ওয়েবসাইট পরিচালনা করতে পারি। এছাড়াও অনেক সময় আমরা বিভিন্ন জিনিস শিখার জন্য বা টেস্টিং করার জন্য সাব ডোমেইনে ওয়েবসাইট বানিয়ে সেটার উপর প্রাক্টিস করতে পারি এতে মূল ডোমেইন কোন ধরনের ক্ষতি হবে না।
কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয় | How to create subdomains in cPanel
সিপ্যানেলে Subdomain বানানোর জন্য প্রথম আপনার সিপ্যানেল অ্যাকাউন্টে লগিন করুন। তারপর নিচের ধাপ গুলো ফলো করুন না বুঝলে সমস্যা হলে স্ক্রিনশট দেখুন।
১। সিপ্যানেলে লগিন করার পর Domains সেকশনের ভেতর দেখুন Subdomains নামে একটি অপশন আছে সেটিতে প্রবেশন করুন।
২। এখন আপনাকে Subdomains তৈরি করার পেজে নিয়ে আসবে। Subdomain: এ আপনি যে নামে সাব ডোমেইন বানাতে চান সেটি লেখবেন তারপর Domain থেকে আপনি কোন ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন তৈরি করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার সিপ্যানেলে একটা ডোমেইন থাকে তাহলে একটা ডোমেইন ই দেখাবে আর যদি একাধিক ডোমেইন হয়ে থাকে তাহলে সেইগুলো দেখাবে। এরপর Document Root এ আপনার সাব ডোমেইনের ফোল্ডার টা কোন লোকেশন থাকবে সেটি সিলেক্ট করে দিতে পারেন। ডোমেইন নাম দেওয়ার পর বাইরে ক্লিক করলে ডিফল্ট একটা লোকেশনে এই সাব ডোমেইনের ফোল্ডার তৈরি হবে। ডিফল্ট ভাবে যেমন থাকে তেমনই রাখুন বেশি কিছু করার দরকার নেয়।
৩। তারপর Create এ ক্লিক করুন তাহলে নিচের মতো একটি Success মেসেজ দেখাবে। তাহলে আপনার সাব ডোমেইন তৈরি হয়ে গেছে এখন Go Back ক্লিক করে ফিরে আসুন।
এখন এই সাব ডোমেইন এর আন্ডারে আপনি আপনার যেকোন সাইট হোস্ট করতে পারেন সেটি হতে পারে কোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা অন্য কিছু। সামনের আর্টিকেল গুলোই দেখবো কিভাবে HTML, CSS, Javascript দিয়ে তৈরি করা স্ট্যাস্টিক ওয়েবসাইট সিপ্যানেলে আপলোড বা পাবলিশ করবেন। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ইত্যাদি বিষয় দেখবো এখন শিখে রাখুন কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয়।
কিভাবে সাব ডোমেইন ডিলিট করতে হয়? | How to delete subdomains from cPanel
সাব ডোমেইন ডিলিট করার জন্য আগের মতো সিপ্যানেল থেকে Domain>Subdomains এ গিয়ে নিচের দিকে দেখুন যেসব সাব ডোমেইন তৈরি করেছেন তার লিস্ট আছে এইখানে যে Subdomain টি ডিলিট করতে চান তার Remove অপশনে ক্লিক করুন তাহলে সাব ডোমেইন ডিলিট হয়ে যাবে।
দেখা হবে সিপ্যানেল টিউটোরিয়াল সিরিজের পরের পর্বে। এই সিরিজটি আপনার কেমন লাগছে সেটি কমেন্ট করার মাধ্যমে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ
Follow me on Facebook: MD Biplop Hossain