ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় !
আপনি যদি ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় এর ব্যাপারে আগ্রহী হতে থাকেন তাহলে আজকের এই স্পেশাল ব্লগটি আপনার জন্য। আপনারা যারা ফ্রিল্যান্সিং শব্দটার সাথে পরিচিত হয়ে অনলাইনে ঘরে বসে মাসে হাজার হাজার ডলার ইনকামের স্বপ্ন দেখছেন তাদের অনেক উপকারে আসবে এই আর্টিকেল। অথবা আপনি যদি ইতি মধ্যে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছেন তাহলেও এই ফ্রিল্যান্সিং বিষয়ক আর্টিকেল আপনার কাজে আসবে।
যদিও আমি ফ্রিল্যান্সিং বিষয়ে লেখার মতো যোগ্য না বাংলাদেশী জনগণের চিন্তা ধারার ভিত্তিতে তবুও আশে পাশে ফ্রিল্যান্সিং নিয়ে এমন এক কঠিন অবস্থা তৈরি হয়েছে যা নিয়ে কথা না বললেই নয়। ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করার বিষয়টা নিয়ে যে অনলাইন জগতে কি পরিমাণ ধোঁকাবাজি হয় তা বলে বুঝানো সম্ভব না।
একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে আপনাদের সর্তক করা আমার দায়িত্ব বলে মনে করি। কারণ এই ভাবে আর কত ভাইদের বোঁকা হতে দেখবো? আর না , তাই অনেক দিন পর আমার এই ছোট্ট ব্লগে আর্টিকেল লিখতে বসা। আপনি যদি মনোযোগ সহকারে এই আর্টিকেল পড়েন আপনার সময় নষ্ট হবে না বলে আমি মনে করি। হয়তো কিছুটা নিরাশ হতে পারেন কিন্তু কাজটা আপনাদের জন্য করেছি ৫-১০ মিনিট সময় নিয়ে আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন ইনশাল্লাহ উপকৃত হবেন। ফ্রিল্যান্সিং নিয়ে যে কথা কেউ বলে না, যে সত্য আপনাকে কেউ দেখায় না সেসব বিষয় নিয়ে আজকের আলোচনা।
ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয়!
আপনি যদি একজন নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সিং করে ইনকামের বিষয়টা শুনেন নি এটা না হওয়ার চ্যান্সটা বেশি। কারণ যেভাবে চারিদিকে নিউজ চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি জায়গায় হাজার হাজার ডলার ইনকামের বিজ্ঞাপন চলছে তাই বিষয়টা না জানা আশ্চর্য জনক।
একজন ছাত্রের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে পড়াশোনার পাশা-পাশি ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালানো ভালো। আবার কোন সময় বলা হয় পড়াশোনা করে লাভ নেয় ফ্রিল্যান্সিং করে জিন্দেগি পারি দাও। চাকুরিজীবিদের কাছে এই ভাবে উপস্থান করা হয় যে চাকরি চেয়ে ফ্রিল্যান্সিং ভালো এখানে অনেক স্বাধীনতা আছে। আরো অনেক রকমের সুবিধা নিয়েও আলোচনা করা হয় কিন্তু বাস্তবতা বলা হয় না। কারণ এর পিছনে অনেক বড় সত্য লুকিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন।
আপনাকে বোঁকা বানানো শুরু হয় কোন এক সফলতার গল্পের মাধ্যমে অথবা কোন নিউজের চ্যানেলের লোভনীয় টাইটেল গুলোর মাধ্যমে। নিউজ চ্যানেল গুলো টাইটেল থাকে ওমুক গ্রামের ছেলে বা মেয়ে টিনের ঘরে বসে অনলাইনে লাখ টাকা আয় করতেছে, ফ্রিল্যান্সিং শিখে তিন মাসের মধ্যে হাজার ডলার ইনকাম করছে ওমুক তমুক আরো কত কি।
তারপর আপনি বিষয়টা নিয়ে আগ্রহী হওয়ার পর অনলাইনে সার্চ করতে থাকেন এবং কিছু মানুষ পেয়ে যান যারা আপনাদের কে ফ্রিল্যান্সিং নিয়ে তাদের সফলতার কথা বলছে। কত ডলার ইনকাম করেছে তার স্ক্রিনশট দিচ্ছে। ফ্রি তে কিছু দিন আপনাদের কে ফ্রিল্যান্সিং শেখানোর কয়েকটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে আপনারা ভালো ভাবে সেটা দেখে হয়তো শেখারও চেষ্টা করছেন এবং মনে মনে থাকে লিডার ভেবে নিয়েছেন।
এখন বাস্তবতায় ফিরে আসুন! কখনো কি আপনি ভেবেছেন ফ্রিল্যান্সিং করে আসলেই কি এতো টাকা ইনকাম সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। কিন্তু আপনাকে ভুল ভাবে স্বপ্ন দেখানো হয়ে থাকে কারণ নিউজ চ্যানেল গুলো তাদের ভিউজ এর জন্য লোভনীয় মিথ্যা টাইটেল দিয়ে থাকে এবং যে ফ্রিল্যান্সার কে নিয়ে প্রতিবেদন করা হয় সেও তার কষ্টের কথা বলে না।
এর পিছনের কারণ এই পর্যায়ে যদি সে সত্যি এসে থাকে তাহলে জানে কতটা কষ্ট করতে হয়েছে। কিন্তু এটা আপনাদের বলা হয় না কারণ দেখবেন যাকে নিয়ে নিউজ করা হচ্ছে তার কিছু দিনের মধ্যে ফলোয়ার সংখ্যা বেড়ে যায় ট্রেইনিং ইনস্টিটিউটও তৈরি হয়ে যায়। বর্তমান সময়ে টাকা ইনকামের চেয়ে টাকা ইনকামের স্বপ্ন দেখিয়ে টাকা আয় করা বেশি সহজ হয়ে পড়েছে।
এই যে ব্যক্তিটাকে নিয়ে প্রতিবেদন হলো এরপর সে আর অনলাইনে আপনাদের কে বিভিন্ন ভাবে কথার মায়া জালে ফেলে কিছু ফ্রি টিউটোরিয়াল দিবে। তার কিছু দিন পর দেখা যাবে এডভ্যান্সড কাজ শেখানোর নামে প্রিমিয়াম কোর্স ছাড়বে এর পর আপনারা ভর্তি হবেন আর তার ইনকাম হবে। আপনার জন্য এই কাজটা কি আসলেই উপযুক্ত কিনা, আপনি পারবেন কিনা এইসব কিছু বিবেচনা করে আপনার মতো অনেকেই ভর্তি হয়ে যাবে।
নাম বললে চাকরি থাকবে না, এমন অনেক লোক যারা তাদের জনপ্রিয়তা পাওয়ার পর কোর্স করিয়ে ইনকাম করছে। অথচ সে ঠিক ভাবে কাজ করে না তার লক্ষ্য হলো স্টুডেন্টদের কাছে থেকে টাকা নিয় ফুর্তি করা গাড়ি কেনা, বাড়ি কেনা ইত্যাদি ইত্যাদি। আর অবাক লাগে তখনই যখন মানুষদের দেখি তার মতো হওয়ার বা তাকে গুরু ভেবে চলছে। একজন মানুষ সাধারণ ভাবে চিন্তা করলেও এই ধোঁকা বাজি গুলো ধরা যায় কিন্তু এতটাই অন্ধ ভক্ত যে সেটাও বিবেচনা করি না আমরা।
আসলে কোর্স সেল করা কোন খারাপ কাজ না। আমি আপনি যদি একটা স্কিল জানি সেটা অন্যদের শেখানোর বিনিময়ে টাকা নিতেই পারি। কিন্তু এর মানে এই নয় যে আপনি তাদেরকে ফ্রিল্যান্সিং শেখানোর নাম করে দুই একটা জিনিস শিখিয়ে দিয়ে ভুল বুঝিয়ে ছেড়ে দিবেন। কোয়ালিটি সম্পন্ন কোর্স করার ইনকামের লোভ দেখান কেন? কারণ আমরা তো বাঙ্গালি মানুষ কে তার ইনকাম দিয়ে যাচাই করি এই যে আমি এই কথা গুলো বলছি অনেকেই হতো ইতি মধ্যে চলে গেছে।
যদি আমি কিছু ইনকামের স্ক্রিনশট দিতাম। আমি অমুক মার্কেটে প্লেসে এতো হাজার ডলার ইনকাম করেছি সফলতার বানোয়াট গল্প মারতাম তাহলে এই কথা গুলোর দাম থাকতো কিছু হলেও মানুষ শুনতো। তবুও যদি আমার এই পোস্ট থেকে একজন উপকৃত হয় তাও হোক এই জন্য ব্লগটি লেখা।
ফ্রিল্যান্সিং নিয়ে যে কথা কেউ বলে না!
আমরা নিউজ চ্যানেল এবং তথা কথিত ফ্রিল্যান্সিং মুখে সফলতার গল্প ঠিকই শুনে কিন্তু এর পিছনের বাস্তবতাটা অনেকের অজানা। এখানে অনেক কঠিক বাস্তবতা আছে, যে ব্যক্তি এখন ফ্রিল্যান্সিং করে ভালো টাকা-পয়সা ইনকাম করছে সফল সে কয়েক দিনে এই পর্যায়ে আসে নি। এইখানে আসতে দিনের পর দিন, মাসের পর মাস থাকে পরিশ্রম করতে হয়েছে। নির্দিষ্ট একটি কাজে দক্ষ হয়ে মার্কেট প্লেসে গেছে। তারপর হাজার রকম সমস্যার সম্মুখীন হয়ে যে এই পর্যায়ে এসেছে।
কিন্তু নিউজ চ্যানেলের প্রতিবেদনে এবং অসাধু ফ্রিল্যান্সার এইসব কথা লুকায় রাখে ইচ্ছা করে। কারণ নিউজ হওয়ার পর তো তার অনেক বড় একটা মার্কেটিং হয়ে গেছে এখন স্টুডেন্টদের দিয়ে টাকা কামাই করতে হবে। আপনাদের বোঁকা বানিয়ে বাড়ি, গাড়ি তৈরি করবে।
আপনি একজন ব্যক্তিকে ফ্রিল্যান্সিং করে ভালো অর্থ সম্পদ উপার্জন করতে দেখে থাকেন কিন্তু তার পিছনের কঠোর পরিশ্রম দেখেন না অথবা দেখানো হয় না। তাকে এই পর্যায়ে আছে আসতে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে। তিনি একটি নির্দিষ্ট কাজ শিখে সেটার উপর চর্চা করে তারপর এক সময় মার্কেটপ্লেসে যোগ দিয়েছে এবং ধীরে ধীরে ইনকামের মুখ দেখেছে।
কিন্তু আমরা যে লোভনীয় বিজ্ঞাপন দেখে থাকেন সেইগুলোতে এমন বলা থাকে যে, তিন-ছয় মাসে ফ্রিল্যান্সিং শিখে আয় করুন হাজার ডলার সহ এই রকম শত শত টাইটেল। আসলে বাস্তবতাটা ভিন্ন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। আপনার আমার মতো হাজার হাজার লোক জয়েন করছে মার্কেটপ্লেসে এর ফলে প্রতিযোগিতা বাড়ছে। অবস্থথাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে কাজ দেওয়ার লোকের চেয়ে কাজ করার লোক বেশি।
আমি বলছি না যে কাজ শিখলে আপনি কাজ পাবেন না বা ইনকাম করতে পারবেন না। অবশ্যই পারবেন কিন্তু আপনার ইনকাম যে তিনমাস কোর্স করার পর যে শুরু হবে এমনটা না। আপনি সবার মতো এক্সপার্ট নাও হতে পারেন আপনার শিখতে সময় লাগতে পারে। তিন থেকে ছয় মাসে যে আপনি সব শিখে যাবেন এমনটা অনেক বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে।
সমস্যাটা শুরু হয় তখন থেকে যখন আপনি অন্যদের কথা শুনে লোভনীয় বিজ্ঞাপন দেখে ফ্রিল্যান্সিং করার জন্য কোন একটা কাজ শুরু করেন। এর ফলে কি হয় কোর্স শেষ হয়ে যায় তবুও ইনকাম হয় না এর ফলে অল্পতেই হতাশায় ভুগতে থাকেন। এইভাবে শত শত ফ্রিল্যান্সিং করতে আসা লোকজন ঝড়ে পড়ে।
ফ্রিল্যান্সিং নাকি স্বাধীন পেশা
ফ্রিল্যান্সিং শব্দের অর্থ স্বাধীন পেশা হলেও কাজ কিন্তু বাস্তবে স্বাধীন না। বলা হয় চাকরি করার চেয়ে ফ্রিল্যান্সিং করে নিজেই নিজের বস হওয়া ভালো প্যারা কম। একটি কোম্পানির জন্য ক্লায়েন্ট খোঁজার জন্য, মার্কেটিং করার জন্য, কাজ করে দেওয়ার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। ফ্রিল্যান্সিং জগতে আপনি আপনার বস, তাই আপনাকে সব কিছু করতে হবে ক্লায়েন্ট যোগার করতে হবে, আপনাকেই ক্লায়েন্টের সাপোর্ট দিতে হবে, আপনাকেই প্রজেক্ট শেষ করে কাজ ডেলিভার দেওয়া লাগবে। অনেক সময় কাজের প্যারায় রাত জেগে কাজও করা লাগতে পারে।
অতএব, কোন কিছুই সহজ না সব কাজের সুবিধা ও অসুবিধা রয়েছে তাই অন্যের কথা শুনে হুট করে লাফ না দিয়ে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করার বাদ দিয়ে আগে আপনি এই কাজকে পছন্দ করেন কিনা সেটা যাচাই বাছাই করে তারপর শুরু করুন।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং শেখার নামে প্রতারিত হচ্ছেন না তো?
কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো?
ভাইয়া সব তো বুঝলাম কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং শেখার কোন জিনিস না এটা একটা সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার স্কিল বিক্রি করতেছেন। এই জন্য প্রথমে, আপনাকে ইনকামের চিন্তা মাথা থেকে ফেলে দেওয়া লাগবে, অন্যরা একটা কাজ করে ভালো ইনকাম করছে বলে আপনাকেও ঐ কাজ করতে হবে তার কোন মানে নেয়।
আপনি নিজের একটা পছন্দের কাজ বেছে নিবেন তারপর সেটা নিয়ে কাজ শেখা শুরু করবেন ভালো কোন সোর্স থেকে। আবার টাকা ইনকামের লোভ দেখিয়ে যেসব ব্যক্তি বা ট্রেনিং ইনস্টিটিউট কোর্স করায় তাদের চক্করে পড়িয়েন না। যে ব্যক্তি আপনাকে শুধু কাজ শেখার ব্যাপারে কথা বলে তাদের টিউটোরিয়াল গুলো ফলো করুন।
এরপর যখন আপনি নিজেকে স্কিলড পার্সন হিসাবে নিজেকে গড়ে তুলবেন তখন শিখবেন কিভাবে অনালাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করতে হয়। কিভাবে প্রোফাইল সেটআপ কমপ্লিট করে ক্লায়েন্ট আনবেন সেইসব বিষয় গুলো শিখতে থাকবেন। আপনি যদি লেগে থাকেন আশা করি, আপনি যে কাজই শিখেন না কেন সফল হবেন ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করার স্বপ্নটাও পরিপূর্ণ হতে পারি যদি আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান। কিন্তু সবাই যে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে তা কিন্তু না তাই বেশি ইনকামের টেনশন না করে নিজের স্কিল বাড়িয়ে ক্লায়েন্ট কে ভালো কাজ দেওয়ার দিকে ফোকাশ দিন।
উপসংহারঃ
আমার এই আর্টিকেলটি লেখার উদ্দেশ্য ছিল আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যেসব ভুল ধারণতা মায়া জালে আবদ্ধ করা হয়েছে সেটি ভেঙ্গে দেওয়ার জন্য। অন্যের চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত না হয়ে আসলেই আপনার বিষয়টার প্রতি ইন্টারেস্ট আছে কিনা লেগে থাকতে পারবেন কিনা এটা নিয়ে ভাবার পর শুরু করুন।
আজকের আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও সতর্ক করে দিন। এছাড়াও যদি আর্টিকেলের মধ্যে কোন ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি যুক্তিসহ ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন।
আরো পড়ুনঃ
১০টি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট।
অসাধারণ আর্টিকেল ভাইয়া। এটি আগে পড়লে আরো বেশি উপকৃত হতাম। তারপরও সামনের পথ চলায় বেশ কাজে দিবে। ধন্যবাদ🧡🧡
ধন্যবাদ। আপনার আগামীর পথ চলা আরো ভালো হোক।