Web Development

Racydev Linky – ওয়ার্ডপ্রেস ব্লগের লিংক থেকে আয় করার উপায়।

Racydev Linky – Monetize your wordpress website links | আপনি কি একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট রয়েছে এবং সেই ব্লগটি এডসেন্স বা অন্য এডনেটওয়ার্ক অ্যাপ্রুভ রয়েছে? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই ব্লগ পোস্টে দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট থেকে আগের থেকে আরো বেশি ইনকাম করতে পারেন। কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইট গুলোর লিংক থেকে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে পারেন সেটি দেখানো হবে।

ব্লগ ওয়েবসাইট থেকে আয়

অনলাইন থেকে আয় করার উপায় পথ হিসাবে ব্লগিং কে অনেকেই বেছে নিয়েছে। একটি ব্লগ ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য মূল পথ হলো এডস দেখিয়ে ইনকাম। আর এডস দেখিয়ে ইনকাম করার চিন্তা আসলেই প্রায়ই সবাই গুগল এডসেন্স কে বেছে নেয়। কারণ গুগল এডস অনেক ভালো একটি এডনেটওয়ার্ক সার্ভিস। তো যারা এইরকম তাদের ব্লগ ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স দ্বারা মনিটাইজ করেছেন তারা কিভাবে অতিরিক্ত কিছু ইনকাম করবেন সেটি দেখবো।

সবাই তার ব্লগ ওয়েবসাইট থেকে ভালো পরিমাণে আয় হোক। তাদের উদ্দেশ্য করেই আজকের এই টিপস এন্ড ট্রিক যেটি দ্বারা আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের লিংক গুলো কে মনিটাইজ বা ইনকামার উপযোগী করে তুলবেন Racydev Linky Plugin এর মাধ্যমে।

কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের লিংক থেকে আয় করেবন?

আমরা যারা ব্লগিং করি বা ব্লগিং এর সাথে জড়িত বা অনলাইন থেকে কোন ফাইল ডাউনলোড করেন তারা একটি জিনিস হয়তো খেয়াল করেছেন। কিছু ওয়েবসাইট রয়েছে যারা বিভিন্ন ফাইলের ডাউলোড লিংক বা প্রয়োজনীয় লিংক দিয়ে থাকে। যখন সেই গুলো তে ভিজিট করেন ডাইরেক্ট আসল লিংকে নিয়ে না গিয়ে একটা পেজে নিয়ে যায় সেখানে নির্দিষ্ট সেকেন্ড অপেক্ষার করার উপর আসল লিংক বা ডাউনলোড বাটন দিয়ে থাকে।

কি এমন দেখেছেন তো? যদি দেখে থাকে তাহলে ভালো বুঝাতে সুবিধা হবে। তারা তো এই লিংক গুলো চাইলে সহজেই ডাইরেক্ট দিতে পারতো তাহলে কেন এমন করে? আসলে যখন আপনি লিংক টা ভিউ করতে যাবেন তখন দেখবেন উপরে নিচে বা আশেপাশে কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে।  একটি ব্লগ ওয়েবসাইটের আয় করার মূল মাধ্যমই হলো বিজ্ঞাপন দেখানো তো তারা এই কাজ এই কারণে করে থাকে যাতে বিজ্ঞাপনের দিকে ভিজিটর আকর্ষণ করে।

এতে করে যে সময় তারা লিংক টি ভিজিট করার জন্য অপেক্ষা করছে সেই সময়ের মধ্যে তাদের নজর বিজ্ঞাপনে যদি পড়ে তাহলে এডে ক্লিক করার চ্যান্স বেড়ে যাবে। আর এডস ক্লিক থেকে যেহেতু এডসেন্স বা এডনেটওয়ার্ক থেকে মূলত আর্নিং আসে সেহেতু ইনকামের চ্যান্সটা বেড়ে যায়। ঠিক আমরা এই একই পদ্ধতি আমাদের ব্লগ ওয়েবসাইট ব্যবহার করব Racydev Linky প্লাগিনের মাধ্যমে।

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের লিংক গুলো থেকে আমরা অতিরিক্ত কিছু ইনকাম জেনারেট করতে পারি।

Racydev Linky প্লাগিন সম্পর্কে কিছু কথা

Racydev Linky একটি নতুন ওয়ার্ডপ্রেস প্লাগিন যেটি তৈরী করার জন্য আমি এক ছোট ভাইয়ের কাছে রিকুয়েষ্ট করেছিলাম। কারণ আমি আমার মন মতো এই রকম প্লাগিন বা ওয়ার্ডপ্রেসে এই লিংক বা ডাউনলোড বাটন টাইমার সিস্টেম করার পদ্ধতি খুঁজে পাচ্ছিলাম না। আমি ইউটিউব ও গুগলে সার্চ করে দেখেছি কিন্তু মন মতো পাই নি কোন উপায় তারপর শাহরিয়ার আহমেদ শোভন কে এইরকম কাজের প্লাগিনটি বানাতে বলি।

তারপর সে প্লাগিনটি বানানোর জন্য কাজ করা শুরু করে দেয় এবং আজকে প্লাগিনটি অফিশিয়াল ভাবে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। প্লাগিনটা শুরুতে আমার জন্য বানাতে বললেও এমন প্লাগিন অনেক ব্লগারদের প্রয়োজন পড়ে সে জন্য এটা পাবলিক করার জন্য অনুরোধ করাই এই উদ্যোগ। আশা করি আপনার Rackydev Linky Plugin টি ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করবেন।

Racydev Linky Plugin Details:

Plugin Name: Racydev Linky – Monetize your url
Plugin Link: https://wordpress.org/plugins/racydev-linky/
Documentation: https://racydev.com/plugins/racydev-linky/
Developer Name: Shahriar Ahmed Shovon

কিভাবে Racydev Linky প্লাগিন সেটআপ করবেন?

এখন আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইট প্লাগিনটির মাধ্যমে আপনার ব্লগের লিংক গুলোতে টাইমার বা ওয়েটিং বাটন সিস্টেম করবেন। নিচের স্টেপ গুলো ভালো করে অনুসরণ করুনঃ

১। প্রথমে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড প্রবেশ করে প্লাগিনটি ইন্সটল করে এক্টিভ করে নিন। Plugin > Add New > Search > Racydev তাহলেই প্লাগিন টি পেয়ে যাবেন।

Racydev linky plugin

২। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস প্রবেশ করে একটি পেজ তৈরী করতে হবে। এই পেজটি হবে সেই ওয়েটিং পেজ যখন কোন ইউজার লিংকে ভিজিট করার জন্য লিংক দিবে তখন প্রথমে এই পেজে এসে নির্দিষ্ট পরিমাণ সময় অপেক্ষা করবে তারপর আসল লিংকটি পাবে। তো এই জন্য আপনার পছন্দ অনুযায়ী একটি পেজ তৈরী করে নিন। আমি Please wait নামে একটি পেজ তৈরী করলাম।

racydev linky waiting page

৩। এখন প্লাগিনটি কে সেটিংস করার জন্য RacyDev Linky Options যেতে হবে। প্লাগিনটি ইনস্টল করলে এই অপশনটি মেনুতে যুক্ত হয়ে যাবে।

RacyDev Linky Settings:

Waiting Time: এই ইনপুট বক্সে আপনি যে কয় সেকেন্ড অপেক্ষা করাতে চান সেটি দিতে হবে আমি ৫ সেকেন্ড দিয়েছি।

Page Link: যে নতুন পেজটা তৈরী করেছিলাম তার ফুল লিংকটি কপি করে এখানে দিন।

Page’s Button Title: এখানে আপনার বাটনের টেক্সট কি হবে ডিফল্ট ভাবে সেটি লিখে দিন।

racydev linky settings

৪। এখন যে পেজটি তৈরী করেছেন সেটি আবার ওপেন করুন এবং তারপর সেখানে [*racydev_linky_page*] এই শর্ট কোডটি বসিয়ে আপডেট করে দিন। তাহলে ঐ পেজটি ওয়েটিং পেজ হিসাবে ফিক্স হয়ে যাবে। remove * from short code

racydev waiting page

আমাদের যাবতীয় সেটিং করার হয়ে গেছে এখন লিংক সেটি করার সময়।

লিংক কিভাবে বসাবেন?

যখন আপনি ওয়ার্ডপ্রেসে লিখবেন তখন যেভাবে বিভিন্ন লিংক দেন তার থেকে একটু অন্যভাবে লিংকটি দিতে হবে। যখন পোস্টে লিংক দিবে তখন এই শর্ট কোড ব্যবহার করবেনঃ

[*racydev_linky_post title="Go-To" link="https://google.com"]

ঠিক এই ফরম্যাটে কোডটি দিয়ে দিবেন। শুরু যা আছে তাই থাকবে দুটা জায়গা তে চেঞ্জ করতে হবে যদি আপনি প্রত্যেক বাটনের টেক্সট আলাদা করতে চান তখন title=”Your Text” তারপর link=”Your url” আপনার লিংকটি দিয়ে দিবেন।
উদাহরণঃ

[*racydev_linky_post title="Click Me" link="https://google.com.bd"]

আশা করি বুঝতে পেরেছেন।

নোটঃ শর্টকোড গুলো বসানোর সময় ব্র্যাকেটের পরের স্টার * চিহ্নটা তুলে দিবেন তাছাড়া কাজ করবে না।

এখন নিচে একটি ডেমো লিংক দিয়েছি ঐটা তে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন সব কাজ শেষ করার পর কেমন হবে।

[racydev_linky_post title=”Demo Link Click Me” link=”https://google.com.bd”]

উপরে লিংকটি ভিজিট করলে নিচের স্ক্রিনশটের মতো টাইমার পাবেন তারপর অর্জিনাল বাটন আসবে সেটাতে ক্লিক করলে আসল লিংকে নিয়ে যাবে। এভাবে আপনার ব্লগের লিংক গুলো কে মনিটাইজ করতে পারবেন। উপরের দেওয়া Shortcode ব্যবহার করে পোস্টের যেকোন লিংক কে এইভাবে ইনকাম উপযোগী করে তুলতে পারবেন।

কিভাবে এডস বসাবেন পেজের ভেতরে?

এখনা আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন সব তো সেটিং করলাম এখন Waiting পেজে কিভাবে এডস দেখাবেন। যারা অলরেডি এডসেন্স বা অন্য এডনেটওয়ার্ক নিয়ে কাজ করেছেন তারা জানেন ওয়ার্ডপ্রেসে কিভাবে এডস সো করাতে হয়। বিভিন্ন প্লাগিন রয়েছে এড কোড বসানোর জন্য সেই গুলো ব্যবহার করতে পারেন অথবা ডাইরেক্ট পেজের মধ্যে এড কোড বসাতে পারবেন।

এখন আমি আপনাদের কিভাবে পেজের মধ্যে উপরে নিচে এড কোড বসাতে পারেন। আমি এইখানে অন্য এড নেটওয়ার্কের এড বসিয়ে দেখাচ্ছি আপনারা এডসেন্স এর কোড বসাতে পারেন। ভবিষ্যতের Racydev Linky এর প্রো ভার্শন আসলে আপনাদের কে কষ্ট করে ম্যানুয়ারি এড কোড বসাতে হবে না প্লাগিনেই এড প্লেসমেন্টের অপশন দেওয়া হবে। তো আপাতো আমরা দেখি কিভাবে এড কোড বসাতে হবে।

প্রথমে আপনার ঐ ওয়েটিং পেজ টি ওপেন করুন তারপর আপনা টেক্সট ইডিটরে Text মোডে ক্লিক করুন তারপর নিচের স্ক্রিনশটের মতো উপরে নিচে এড কোড বসে আপডে করে দিন তারপর দেখবেন বিজ্ঞাপন দেখানো শুরু করে দিয়েছে।

এরপর থেকে আপনার ঐ ওয়েটিং পেজে এডস দেখানো শুরু করবে। এভাবে আপনার আর্নিং টা আগের তুলনায় বেশি হওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

আশা করি, আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। প্লাগিনটি যেহেতু নতুন আপনাদের সবাইকে ব্যবহার করার অনুরোধ রইল। প্লাগিনটি ব্যবহার করার সময় কোন ধরনের সমস্যা দেখা দিলে সেটি জানানোর অনুরোধ রইল।

ধন্যবাদ

আরো পড়ুনঃ

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? বিস্তারিত।

.me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন স্টুডেন্টদের জন্য Github দিয়ে।

টু স্টেপ ভেরিফিকেশন কি? ফেসবুক ও জিমেইলে সেটআপ পদ্ধতি।

Visual Studio Code একটি শক্তিশালী কোড ইডিটর।

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!