কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন?
ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম – ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারি। ইউটিউব আমরা বিনোদন ভিডিও থেকে শুরু করে সকল ধরনের ভিডিও গুলো দেখতে পারি এবং নিজেদেরকে বিনোদন দেওয়ার সাথে জ্ঞানও অর্জন করতে পারি। মিউজিক ভিডিও, মুভি, টিউটোরিয়াল, তথ্য মূলক ভিডিও সহ নানান ধরনের ভিডিও গুলো আমরা দেখতে পারি।
এক কথায় রুচি ভেদে সকল ধরনের ভিডিও পাওয়া যায় ইউটিউবে। আর এই ভিডিও গুলো অনেক সময় আমরা চাই ডাউনলোড করে রাখতে যেন পরবর্তীতে ডাটা খরচ না করা ছাড়াই দেখতে পারি। অনেকে মোবাইল ডাটা ইউজার হওয়ার কারণে এই ইউটিউব ভিডিও গুলো বার বার ইউটিউব থেকে ডাইরেক্ট দেখা ব্যয় বহুল হয়ে যায়। এর ফলে তারা চাই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে রাখতে যেন পরবর্তীতে ঝামেলা ছাড়াই দেখতে পারে। আবার অনেকের ব্রডব্যান্ড কানেকশন থাকা সর্তেও পিসি বা মোবাইলে ইউটিউব ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে চাই এড মুক্ত ভাবে দেখার জন্য অথবা অন্য কোন কারণে।
কিন্তু দুঃখের বিষয় হলো ইউটিউবে ভিডিও ডাউনলোড করার জন্য অফিশিয়াল ভাবে কোন পদ্ধতি নেয়। হয়তো আপনারা ইউটিউব অ্যাপের মধ্যে ডাউনলোড নামে একটি অপশন দেখে থাকবেন কিন্তু সেটি আসলে ভিডিও অফলাইন করার পদ্ধতি। ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড করে থাকেন সেটি আসলে ভিডিও গুলো অফলাইন করে থাকে যা মেমোরি যায় না অ্যাপের ভেতর সীমাবন্ধ থাকে আর ঐ অফলাইন করা ভিডিও ৩০ দিন হয়ে গেলে আর চলেবে না আপনাকে পুনরায় ভিডিও গুলোকে অফলাইন করতে হবে।
চিন্তার কোন কারণ নেয় আজকে আমি আপনারদের সাথে সহজেই ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় দেখিয়ে দিবো। Youtube video download করার কয়েকটি পদ্ধতি রয়েছে আর এই পদ্ধতি গুলোকে দুই ভাবে ভাগ করা যায়। একটি হলো সফটওয়্যার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা আরেকটি সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। আমি আপনাদের কে দুই পদ্ধতির সাথে পরিচয় করে দিবো। এই পদ্ধতি গুলো আপনি মোবাইল ও কম্পিউটার প্রয়োগ করতে পারবেন কোন সমস্যা নেয়।
নিচের সফটওয়্যার দিয়ে এবং সফটওয়্যার ছাড়া কিভাবে ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করতে পারেন সেই দুই পদ্ধতি দেখানো হয়েছে। সফটওয়্যার ছাড়া পদ্ধতির মাধ্যমে আপনি কম্পিউটার ও মোবাইল দুই ডিভাইসে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন বিস্তারিত দেখা যাকঃ
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
মোবাইল থেকে সফটওয়্যার দিয়ে Youtube video download করার জনপ্রিয় একটি পদ্ধতি হলো Vidmate অ্যাপ ব্যবহার করা। Vidmate অ্যাপ ব্যবহার করে সহজেই ইউটিউবের বিভিন্ন ভিডিও ডাউনলোড করতে পারি। এর জন্য প্রথমতো আপনাকে ভিডমেট অ্যাপটি ইনস্টল করতে হবে কিন্তু এটি প্লেস্টোরে পাবেন এর জন্য আপনাকে ভিডমেটের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে।
Vidmate official website: Vidmate Dowload
কোন কারণে তাদের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড না করা গেলে এই থেকে ডাউনলোড করতে পারেনঃ Download original vidmate app
How to download youtube video using vidmate app
১। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন।
২। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে প্রয়োজনীয় পারমিশন গুলো দিয়ে ওপেন করুন। তাহলে এই অ্যাপের মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় ইউটিউব ভিডিও গুলো সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন।
৩। এছাড়াও ডাইরেক্ট ইউটিউব অ্যাপ থেকে কোন ভিডিও দেখার সময় সেটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি যে Youtube video download করতে চান সেটি ভিউ করুন তারপর নিচে দেখুন শেয়ার বাটন রয়েছে।
সেটিতে তে টাপ করার পর অনেক গুলো অ্যাপ দেখতে পারবেন এর মধ্যে থেকে Vidmate সিলেক্ট করে দিন।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিডিও ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে এইখানে আপনি যে কোয়ালিটির ভিডিও চান সেটি সিলেক্ট করে Download করুন।
পিসিতে ইউটিউব ভিডিও ডাউনলোড
এখন দেখাবো পিসি অর্থাৎ কিভাবে কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন। কম্পিউটার থেকে সফটওয়্যার দিয়ে ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করার সহজ একটি সফটওয়্যার হলো Internet Download Manager. এটি কম্পিউটারে ইনস্টল থাকলে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে ইনস্টল করতে হয় আর ডাউনলোড লিংক। একটি বিশেষ কারণে আমি ব্লগে আমি দেখাতে পারছি না যে সফটওয়্যার ক্রাক ভার্সন কিভাবে নামিয়ে এটি ব্যবহার করতে পারেন।
এটি আমি আপনাদের উপর ছেড়ে দিলাম সুন্দর করে ইউটিউবে গিয়ে সার্চ করুন How to download idm & install তাহলে অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিন। IDM যদি আপনার কম্পিউটার ইনস্টল করা হয়ে যায় তাহলে ইউটিউবের ভিডিও গুলো ভিউ করলে স্ক্রিনশটের মতো ডাউনলোড অপশন পাবেন সেটিতে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন।
সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম
এখন যে পদ্ধতি দেখাবো সেটি দ্বারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়বে না। মূলত এইগুলো একটি অনলাইন টুলস মানে ওয়েব ভিত্তিক ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার বলতে পারেন। ইন্টারনেটে অনেক টুলস রয়েছে যার মধ্যে থেকে কয়েকটি আপনাদের সাথে তুলে ধরলাম।
পদ্ধতি-১
১। যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও ভিউ করেন।
২। তারপর ব্রাউজারের এড্রেস বারে ইউটিউব ভিডিও লিংকের সামনে(youtube.com এর আগে) ss লাগিয়ে ইন্টার চাপুন। উদাহরণঃ https://www.ssyoutube.com/watch?v=mLO-c2Cb16o
৩। এর পরে নিচের স্ক্রিনশটের মতো একটি ইন্টারফেস পাবেন এখান থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে Download বাটনে ক্লিক করুন। তাহলে আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে।
সতকর্তাঃ এই ধরনের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে পপ এডস লাগানো থাকে যার ফলে আপনি একটি বাটনে বা কোথায় ক্লিক করলে ডাউনলোড না হয়ে অন্য একটি ট্যাবে ওপেন অন্য সাইটে নিয়ে যায়। তো যখন এই রকম নতুন ট্যাব ওপেন হবে মানে এডস এ ক্লিক পড়বে তখন ট্যাবটি কেটে দিয়ে আবার চেষ্টা করবেন।
পদ্ধতি ২- ইউটিউব ভিডিও ডাউনলোডার
দ্বিতীয় পদ্ধতি শেয়ার করতে চাচ্ছি এটিও একটি ওয়েবসাইট এটির মাধ্যমে আপনি ইউটিউব ডাউনলোড তো করতে পারবেন সেই সাথে কোন ইউটিউব ভিডিও এর শুধু অডিও ডাউনলোড করতে পারবেন এইখান থেকে। এর জন্য https://www.y2mate.com/ এ ভিজিট করে আপনি ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির লিংক কপি করে এনে এইখানে পেস্ট করে ডাউনলোড ক্লিক করুন তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন।
এই ছিল Youtube video download করার সহজ পদ্ধতি গুলো আশা করি এই টিপস এন্ড ট্রিক আপনাদের কাজে আসবে।
অন্যান্য আর্টিকেলঃ
১০টি ফেসবুক মেসেঞ্জার টিপস এন্ড ট্রিক।
কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্যাপচা যুক্ত করবেন।
দ্রুত কম্পিউটার টাইপিং শেখার নিয়ম | টাইপিং মাস্টার।