Computer Tips

গেমস খেলে টাইপিং দক্ষতা বাড়ানোর উপায়!

Improve your typing skill by playing games

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পূর্বের, একটি আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ফ্রিতে ঘরে বসে টাইপিং শিখতে পারেন। আজকের এই ছোট ব্লগটিতে আমি আপনাদের সাথে এমন কিছু ওয়েবসাইট শেয়ার করবো যেগুলো আসলে গেমস। এই ওয়েবসাইট গুলোতে আপনি মজার মজার গেমস খেলার মাধ্যমে আপনার টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।

গেমস খেলে টাইপিং দক্ষতা বাড়ানোর উপায়!

আপনি যদি আপনার টাইপিং স্পিড বাড়াতে চান এবং সেই সাথে গেমস খেলার মজা নিতে চান তাহলে ওয়েবসাইট গুলো আপনার অনেক কাজে আসবে। ওয়েবসাইট গুলো তে নিয়মিত সময় দিলে আশা করি আগের তুলনায় আপনার টাইপিং স্কিল অনেকটা বেড়ে যাবে।

১। Type Racer

টাইপিং দক্ষতা , Improve your typing skill, typing speed, Type Racer

টাইপ রেসার নামটি শুনেই হয়তো অনেকি বুঝে গেছেন ওয়েবসাইটি কি ধরনের। হ্যাঁ একটি একটি টাইপিং রেসিং গেমযে গেমটি আমি মাঝে মধ্যেই সময় হলেই খেলে থাকি। Type Racer ওয়েবসাইটটি তে ভিজিট করার পর Enter A Type Race ক্লিক করলে আপনি একটি টাইপিং রেসিং প্রতিযোগিতায় যুক্ত হয়ে যাবেন যেখানে র‍্যান্ডম ভাবে অন্যান্য মানুষের সাথে আপনি টাইপিং রেস করতে পারবেন। শুধু তাই নয়, ওয়েবসাইটটি চাইলে আপনি অ্যাকাউন্ট করে ব্যবহার করতে পারেন এতে আপনার নামটা ভালোভাবে শেয়ার করবে ফটো চেঞ্জ করতে পারবেন ইত্যাদি অনেক ফিচার পেয়ে যাবেন।

এবং র‍্যান্ডম প্লেয়ার খেলার সাথে আপনি হোম পেজে একটি Create Racetrack নামে বাটন পেয়ে যাবেন যেখান থেকে একটি লিংক জেনারেট করে সেই লিংক আপনাদের বন্ধুদের দেওয়ার মাধ্যমে আপনি এবং আপনার বন্ধুরা একই রেসে জয়েন করে টাইপিং প্রতিযোগিতা করতে পারবেন। এইভাবে মজায় মজায় খেলার মাধ্যমে আপনি আপনার টাইপিং দক্ষতাটা কে কখন যে বাড়িয়ে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না। আশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার টাইপিং স্পিড বৃদ্ধি করতে পারবেন।

২। Zty.pe
space fighting typing game

Zty.pe ওয়েবসাইটি আপনি স্পেস ফাইটিং টাইপের গেমের স্বাস পাবেন। এইখানে কিছু ওয়ার্ড স্ক্রিনে আসতে থাকে যেগুলো আপনার টাইপ করতে হবে। এবং লেভেল যত বৃদ্ধি পেতে থাকবে সেই সাথে ওয়ার্ড গুলো আসার পরিমাণ টাও বৃদ্ধি হতে থাকবে। ওয়ার্ড গুলো আপনার কাছে আসার আগে টাইপ করতে হবে তাছাড়া স্ক্রিনের বাইরে চলে আর আপনি আউট হতে থাকবেন গেম থেকে। বেশ মজার একটি গেম আশা করি ভালো লাগবে।

৩। TypingGames.zone

popular typing games

সর্বশেষ টাইপিং গেমস জোন সাইট দিয়ে আর্টিকেল টি শেষ করবো কারণ এই ওয়েবসাইট প্রচুর পরিমাণ টাইপিং গেমস রয়েছে যা যথেষ্ট। এইখানে বিভিন্ন ধরনের টাইপিং গেমস রয়েছে যেগুলো আপনি নিজে এক্সপ্লোর করে দেখতে পারেন। গেমস গুলো খেলার সাথে সাথে টাইপিং প্রাক্টিস টা হবে।

বর্তমান সময়ে কম্পিউটার জানা থাকা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আর সেইখানে যদি ফ্রিতে নিজের চেষ্টায় টাইপিং স্কিলটা তৈরি করে নিতে পারেন তা অবশ্যই আপনার ভালো এটি আপনাকে অন্যের থেকে এগিয়ে নিয়ে যাবে। আপনি যেহেতু কম্পিউটার কিনেছেন তার মানে আপনার কোন একটি লক্ষ্য সেটা যায় হোক না কেন টাইপিং দক্ষতা অবশ্যই দরকার পড়বে। কারণ কম্পিউটার বেসিক জিনিস জানা থাকার মধ্যে টাইপিং করতে পারা একটি স্কিল বা কাজ।

আর্টিকেল টি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে।

ধন্যবাদ

আরো পড়ুনঃ

অপ্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার আনইন্সটল করার নিয়ম।

১০টি ফেসবুক মেসেঞ্জার টিপস এন্ড ট্রিক।

টু স্টেপ ভেরিফিকেশন কি? ফেসবুক ও জিমেইলে সেটআপ পদ্ধতি।

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!