Hamster Kombat কি? ২৬ সেপ্টেম্বর কী ঘটবে? আপনি কি টাকা পাবেন? বিস্তারিত দেখুন!
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে Hamster Kombat এবং ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখটি। ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের পোস্ট, মিমস, এবং ভিডিও দেখতে পাচ্ছি। কেউ সিরিয়াসলি নিচ্ছেন, আবার কেউ উপহাস করছেন, যেমন: “Hamster Kombat এ কাজ না করে আরো এক ধাপ পিছিয়ে পড়লাম”, “২৬ তারিখে একটা জেনারেশন অনেক ধনী হয়ে যাবে”, “ট্যাপ ট্যাপ করে টাকা ইনকাম”, “হ্যামস্টার কমব্যাট কি সত্যিই টাকা দিবে?” এই ধরনের নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে।
অনেকে হয়তো না জেনেই বলে দিচ্ছেন যে, এগুলো ফাঁকি বা ভুয়া। যারা Hamster Kombat নিয়ে শুধু শোনা কথার উপর ভিত্তি করে চলেছেন, তাদের জন্যই এই আর্টিকেলটি। ফেসবুকে এসব দেখে হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জেগেছে, Hamster Kombat আসলে কী? ২৬ সেপ্টেম্বর ২০২৪-এ কী ঘটবে? সব প্রশ্নের উত্তর জানতে মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি পড়ুন।
Hamster Kombat কী?
Hamster Kombat কী তা বোঝার জন্য আমাদের প্রথমে দুইটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে সেটি হলো ক্রিপ্টোকারেন্সি এবং এয়ারড্রপ। তখনই হ্যামস্টার কমব্যাট সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। এটি কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে না এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এর ফলে লেনদেনের উপর ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন ইত্যাদি।
এয়ারড্রপ
ব্লকচেইন জগতে নতুন টোকেন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লেসে লঞ্চের সময় সাধারণত ফ্রি টোকেন বিতরণ করা হয়, যা এয়ারড্রপ নামে পরিচিত। এটি নতুন ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর একটি কৌশল। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এয়ারড্রপ অংশগ্রহণকারীরা ফ্রিতে কিছু টোকেন পেয়ে থাকেন।
অর্থাৎ Hamster Kombat একটি নতুন ক্রিপ্টোকারেন্সি ($HMSTR), যা ২৬ সেপ্টেম্বর ২০২৪-এ লঞ্চ হবে। তারা একটি টেলিগ্রাম বটের মাধ্যমে ট্যাপ করে গেম খেলার মাধ্যমে কয়েন আয়ের সুযোগ দিচ্ছে।
হ্যামস্টার কমব্যাট কেন আমাদের টাকা দিবে?
যখন নতুন কোনো কয়েন মার্কেটে আসে, তখন তারা সরাসরি কার্যক্রম শুরু করতে পারে না। প্রতিটি কয়েন এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে লিস্ট হতে হলে প্রচুর জনপ্রিয়তা থাকা জরুরি। এজন্য, লঞ্চের আগে তারা এয়ারড্রপের মাধ্যমে কিছু ফ্রি কয়েন বিতরণ করে, যাতে জনপ্রিয়তা বাড়ে।
জনপ্রিয়তা বৃদ্ধির জন্য তারা ব্যবহারকারীদের বিভিন্ন টাস্ক যেমন—গ্রুপে যোগদান, টেলিগ্রামে চ্যানেল ফলো, সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্ট করা ইত্যাদি টাস্ক দিয়ে কয়েন প্রদান করে। Hamster Kombat একই কৌশল অনুসরণ করছে। টেলিগ্রাম বটের মাধ্যমে তারা তাদের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে ফ্রি কয়েন বিতরণ করছে। টাস্ক যত বেশি, আয়ের সুযোগ তত বেশি। লিস্টেড হওয়ার পর এই কয়েন দিয়ে ট্রেড করে বা এক্সচেঞ্জ করে আয় করা যাবে।
তবে অনেকেই বিষয়টি না বুঝে ট্রল করছে, যেমনঃ গেম খেলে টাকা ইনকাম করা যায় নাকি আবার, এটা ভুয়া, এসব দিয়ে কিছু হবে না ইত্যাদি।
এয়ারড্রপের অসুবিধা
এয়ারড্রপের মাধ্যমে ইনকামের সুযোগ থাকলেও, সময় বা টাকা লস হওয়ার ঝুঁকিও রয়েছে। কারণ, নতুন নতুন কয়েন নিয়মিত মার্কেটে আসছে, তবে সব কয়েন আসল নয়। অনেক এয়ারড্রপ শেষে ভ্যারিফিকেশনের জন্য কিছু মিনিমাম অ্যামাউন্টের অন্য কোনো কারেন্সি ডিপোজিট করতে বলে।
ভালো কয়েনগুলো ডিপোজিটের পর সঠিকভাবে কয়েন প্রদান করে, কিন্তু অনেক ফেক প্রজেক্ট টাকা নিয়ে চলে যায়। বেশিরভাগ এয়ারড্রপে বিনিয়োগের প্রয়োজন না হলেও সময় দিতে হয়। তাই এখানে লসের সম্ভাবনা কম থাকে।
Hamster Kombat কি সত্যিই টাকা দিবে?
বর্তমানে Hamster Kombat জনপ্রিয় ট্রেন্ডিং প্ল্যাটফর্মগুলোতে লিস্টেড দেখা যাচ্ছে, তবে এখনো লঞ্চ হয়নি। জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম Binance-এ Hamster Kombat-এর লিস্টিং সংক্রান্ত ঘোষণা দেখা যাচ্ছে। এ থেকে আশা করা যায় যে Hamster Kombat আমাদের সত্যিই কিছু দেবে। তবে একটা প্রশ্ন থেকেই যায়—Hamster Kombat এতো বেশি ইউজার ও এত পরিমাণ কয়েন দিয়েছে যে এর মূল্য কত হবে এবং সবাই কিছু পাবে কিনা, তা অনিশ্চিত।
কারণ অনেক ইউজারের বিলিয়ন বা মিলিয়ন কয়েন রয়েছে, যার জন্য ধারণা করা হচ্ছে কয়েনের দাম খুব বেশি হবে না। আর সবাই কয়েন পাবে কিনা সেটাও সন্দেহের বিষয়, কারণ ইউজার সংখ্যা প্রচুর এবং সবার মাঝে এতো অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করা একটি চ্যালেঞ্জ। যদিও বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় এয়ারড্রপ। এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।
২৬ সেপ্টেম্বর ২০২৪: কি ঘটবে?
অনেকেই ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ২৬ সেপ্টেম্বর নিয়ে নানা ধরনের ট্রল দেখে হয়তো ভাবছেন, আসলে ওই দিন কি ঘটতে চলেছে। আশা করি, যারা এসব দেখে ভাবনায় পড়েছেন, তারা ইতোমধ্যে কিছুটা উত্তর পেয়েছেন। মূলত, ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে Hamster Kombat তাদের নতুন ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে, অর্থাৎ তাদের এয়ারড্রপ অনুষ্ঠিত হবে। এ কারণেই পুরো ইন্টারনেট জুড়ে Hamster Kombat নিয়ে এত আলোচনা এবং নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ আশাবাদী যে তারা অনেক ডলার বা টাকা উপার্জন করবে, আবার কেউ বিষয়টি উপহাস করছে, মনে করছে এটি শুধুই একটি তামাশা।
আমার ব্যক্তিগত মতামত
আমার মতে, Hamster Kombat কয়েনটি লঞ্চ করবে ঠিকই, তবে এত বেশি সংখ্যক কয়েন দেওয়া হয়েছে যে, সবাই হয়তো তেমন আয় করতে পারবে না। তবে যাদের কাছে ট্রিলিয়ন, বিলিয়ন বা মিলিয়ন কয়েন রয়েছে, তারা কিছুটা হলেও ভালো পরিমাণে আয় করতে পারে। তাই এটি নিয়ে এত উপহাস বা মজা করার কিছু নেই।
এখনও পর্যন্ত এতে কোনো বিনিয়োগের প্রয়োজন পড়েনি, এবং চাইছেও না, তাহলে চেষ্টা করে দেখতে ক্ষতি কি? যেমন আমি আগেই বলেছি, সব এয়ারড্রপ সফল হয় না, কিন্তু যেগুলো সফল হয়, সেগুলো থেকে মানুষ বেশ ভালো পরিমাণে আয় করে। যেমন আমি নিজে গত একটি এয়ারড্রপ থেকে প্রায় ৫-৬ ডলার আয় করেছি, যদিও তেমন বেশি কিছু করতে পারিনি। যারা বেশি কাজ করেছে, তারা বেশি পেয়েছে।
আজকেই যখন এই ব্লগটি লিখছি, তখন একটি নতুন কয়েন Catizen লিস্টেড হয়েছে, যা থেকে অনেকে ভালো পরিমাণে আয় করেছে। এয়ারড্রপ মূলত তাদের জন্য যারা হাতে সময় আছে, যেমন ছাত্রছাত্রীরা। তারা চাইলেই চেষ্টা করে দেখতে পারে। তবে মনে রাখতে হবে, এটা কোনো ফ্রিল্যান্সিং নয়। যদি সত্যিই অনলাইনে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই একটি দক্ষতা (স্কিল) তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করুন। ক্যারিয়ার বা জীবিকা নির্বাহের জন্য এয়ারড্রপের উপর নির্ভর করলে চলবে না।
ধন্যবাদ।
আরো পড়ুনঃ
ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় !