Web Development

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? বিস্তারিত।

আমরা যারা প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট এর সাথে জড়িত তারা সবাই গিটহাব সম্পর্কে জানি। গিটহাব হলো একটি ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে প্রোগ্রামার বা ডেভেলপাররা তাদের কোড গুলো ফ্রিতে হোস্ট করে রাখতে পারে। গিটহাব প্রফেশনাল মানুষ থেকে শুরু করে যারা কেবল শিখছে বা স্টুডেন্ট তারাও এটি ব্যবহার করে থাকে তাদের প্রোজেক্ট সোর্স কোড সংরক্ষণ করার জন্য।তো গিটহাব শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের প্রোগ্রামিং শিখা ও চর্চা এবং তাদের প্রোজেক্টে সাহায্য করার জন্য একটি প্রোগ্রাম চালু করে রাখছে যার নাম গিটহাব ইডুকেশন(Github Education) এটি কি এবং কেন তা সংক্ষেপে বিস্তারিত জানার চেষ্টা করব।

Github Education কি?

github education

গিটহাব ইডুকেশন (Github Education) হলো শিক্ষার্থী, শিক্ষক, স্কুল, কলেজ গুলোর উদ্দেশ্য তৈরী করে একটা প্রোগ্রাম। যেখানে গিটহাব আমাদের কে প্রোগ্রামিং ও ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের টুলস ফ্রি তে প্রদান করে থাকে। গিটহাব ইডুকেশন প্রোগ্রামে প্রত্যেক জন বা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সুবিধা দিয়ে রেখেছে। আপনি যেই প্রোগ্রামের জন্য উপযুক্ত সেটির জন্য অ্যাপ্লাই করে ফ্রি তে টুলস বা সার্ভিস গুলোর অ্যাক্সেস নিতে পারেন। গিটহাব ইডুকেশন প্রোগ্রামিং ও ডেভেলপমেন্টের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জন্য যা করছে এই প্রোগ্রাম দ্বারা তা আসলেই প্রশংশনীয়।

ফ্রিতে প্রয়োজনীয় জিনিস গুলো অ্যাক্সেস দিলে শিক্ষার্থীরা ও শিক্ষকরা তাদের শিখার বিষয় গুলো তেমন কোন অর্থ খরচ করা ছাড়াই ব্যবহার করতে পারবে। আপনার কোডিং বা ডেভেলপমেন্ট যাত্রায় এটি অনেকটা সহায়ক হয়ে উঠবে। আপনি এই প্রোগ্রামের যেই প্যাকেজের জন্য তার উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবেন। আমি যেহেতু একজন ছাত্র তাই আমি এইখানে শুধু গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? কিভাবে Github student developer pack এ অ্যাপ্লাই করতে পারেন সেটি দেখাতে পারবো।

Github Student Developer Pack কি?

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক হলো গিটহাব ইডুকেশন প্রোগ্রামের একটি  অংশ। এখানে গিটহাব স্টুডেন্টদের জন্য বেস্ট ডেভেলপার টুলস ও সার্ভিস গুলোর অফার করে থাকে। শিক্ষার্থীরা বিনামূল্যে অনেক টুলস ও সার্ভিসের ফ্রি অ্যাক্সেস পাবে যেগুলো তারা তাদের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে পারে। এইগুলো টুলস বিভিন্ন ক্যাটেগরি তে ভাগ করে দেওয়া হয়েছে যার যে টুলস প্রয়োজন সেটি নিয়ে ব্যবহার করতে পারে। গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক গুলো তে যেসব সার্ভিস বা টুলস রয়েছে তার বেশির ভাগের মেয়াদ এক বছর বা তার কম।

অর্থাৎ আপনি গিটহাব দেওয়া টুলস বা সার্ভিস গুলো ফ্রি তে কিছু জিনিস এক বছর ব্যবহার করতে পারবেন আবার কিছু এক বছরের কম সময় পর্যন্ত। অনেকেই হয়তো ভাববে এক বছরের জন্য ফ্রি তে নিয়ে কি হবে? আমাদের মধ্যে অনেক লোক আছে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করে কেউ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কেউ আবার প্রোগ্রামিং করে থাকে। আর এই সব জিনিস শিখতে করতে হবে ডোমেইন হোস্টিং সহ আরো নানান রকম সফটওয়্যার টুলস লাগে যেগুলো একটা শিক্ষার্থীর পক্ষে কেনা সম্ভব হয় না। তাদের জন্য গিটহাবের ১ বছরের এই Github Education প্রোগ্রাম টি রয়েছে।

গিটহাব ইডুকেশনের জন্য শিক্ষার্থীরা তাদের পার্সোনাল কাজে বা তাদের স্কুল কলেজের প্রোজেক্টে এই টুল গুলো কাজে লাগাতে পারে। শুধু শিখার জন্য বা নিজের কাজের লাগানোর জন্য প্রথমে যাদের অর্থ খরচ করার মতো সামর্থ্য নেয় তাদের জন্য এটি অনেক সুবিধাবাদী একটি প্রোগ্রাম।

Github Student Developer Pack এর সুবিধা সমূহঃ

গিটহাবের ইডুকেশন প্রোগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করলে Github Student Developer Pack এর মধ্যে কি কি টুলস বা সার্ভিস গুলো রয়েছে তা দেখতে পারবেন। এতো সব সার্ভিস গুলোর মধ্যে দরকারি সার্ভিস ও টুল সম্পর্কে নিচে সংক্ষেপে বলা হলো কি কি ফ্রি তে পাবেন স্টুডেন্ট ডেভেলপার প্যাক থেকে।

১। Namecheap এর .me ডোমেইন সম্পন্ন ফ্রিতে রেজিস্ট্রেশন

ডোমেইন ও হোস্টিং কেনার জন্য জনপ্রিয় একটি হোস্টিং প্রোভাইডার হলো namcheap.com যা অন্যদের তুলনায় কম প্রাইসে ভালো মানের সার্ভিস দিয়ে থাকে। এই রকম একটি পুপলার প্রোভাইডার থেকে আমরা যার স্টুডেন্ট তার গিটহাব ইডুকেশনের মাধ্যমে ফ্রি তে একটি .me ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবো। ডট মি ডোমেইন নিজের পোর্টফলিও ওয়েবসাইট বা নিজের নামে ওয়েবসাইট বানানোর জন্য একটি পারফেক্ট ডোমেইন।

অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিং করে থাকে তাদের প্রজেক্ট গুলো বা পোর্টফলিও ওয়েবসাইট তৈরী করার জন্য বিনামূল্যে এখান থেকে ডোমেইন নিতে পারেন। বর্তমান সময়ে নিজেদের ব্র্যাডিং বা কাজ অন্যদের দেখানোর জন্য একটি ওয়েবসাইট থাকা আবশ্যক। আপনি যেহেতু এই টেক ফিল্ডে রয়েছে জানেন একটি ওয়েবসাইট থাকা কতটা ভূমিকা রাখে আইটি সেক্টরে। মূল কথা হলো এইখানে ফ্রি .Me ডোমেইন টি নিতে পারবেন আর সেটি নিজের ইচ্ছা মতো যেকোন কাজে ব্যবহার করতে পারেন।

২। Name.com ফ্রি ডোমেইন

free domain

Name.com হলো আরেকটি ডোমেইন ও হোস্টিং প্রোভাইডার কোম্পানি যেখানে থেকে একটি ডোমেইন রেজিস্ট্রশন করতে পারবেন। উপরের স্ক্রিনশট টি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কি কি ডোমেইন ফ্রি তে নিতে পারবেন। এইখানে থেকে যেকোন একটি ডোমেইন এক বছরের জন্য ফ্রি তে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সাথে ১ জিবি মেমোরি সার্ভার দিবে ডিজিটাল ওসেন এর। আমি এটি এখনো ব্যবহার করি নি আপনার ব্যবহার করে দেখতে পারেন।

৩। Dot Tech Domain Registration

dot.tech ওয়েবসাইট থেকে একটি ফ্রি .tech ডোমেইন রেজিস্ট্রার করতে পারবেন। এই ডোমেইন টি টেক জাতীয় ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। টেক ব্লগ সাইট বানানোর জন্য একটা ভালো ডোমেইন হিসাবে কাজ করবে।

৪। Digitalocean 100  credit for 1 year

Digitalocean একটি ক্লাউড হোস্টিং কোম্পানি যেখানে ডেভেলপার তাদের বিভিন্ন প্রজেক্ট হোস্ট করতে পারে। ডিজিটাল ওসেন এর মাধ্যমে নিজস্ব একটি ভার্চুয়াল ম্যাশিন তৈরী করা যায় যাতে নিজের মতো প্রজেক্ট হোস্ট করা যায় সেটা হতে পারে কোন PHP, Node.js, Django, Laravel প্রজেক্ট বা অন্য কোন প্লাটফর্ম ব্যবহার করতে পারে। বিস্তারিত জানতে হলে একটু গুগল করে নিন এই পোস্টে এটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না বড় হয়ে যাবে অনেক।

মূলত এটি ক্লাউন্ড হোস্টিং সার্ভিস ডেভেলপারদের জন্য, এইখানে রেজিস্ট্রেশন করলে সাধারণত মিনিমাম ৫ ডলার দিয়ে পেমেন্ট মেথড ভ্যারিফাই করে নিলে ১০০ ডলার ক্রেডিট দেয় যার মেয়াদ থাকে ৬০ দিন। আপনি এই ১০০ ডলার ব্যবহার করে ভার্চুয়াল মেশিন বানিয়ে সেখানে নিজের প্রজেক্ট হোস্ট করতে পারবেন।

এইখানে স্টুডেন্টদের জন্য একটি সুবিধা হলো তারা যদি গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক প্রোগ্রামে অ্যাপ্রুভাল পেয়ে থাকে তাহলে তারা ঐ যে ১০০ ডলার ক্রেডিট দেয় সেটা ৬০ দিন থাকে সেটি স্টুডেন্টরা পাবে ১ বছরের জন্য। অর্থাৎ ১০০ ডলারের ক্রেডিট এক বছরের মেয়াদ দিয়ে পাবেন। এটি তখন পাবেন যখন এই প্রোগ্রামে অ্যাপ্রুভ পাবেন আর তখন টুলস পেজে একটি বিশেষ কুপন কোড পাবেন যেটি ডিজিটাল ওসেনে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লাই করলে ১০০ ডলারের ক্রেডিট টা ৬০ দিন থেকে ১ বছর হয়ে যাবে।

বিশেষ দ্রব্যষ্ট্যঃ যখন আপনি গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক টি পেয়ে যাবেন এবং ডিজিটাল ওসেন রেজিস্ট্রার করবেন তখন কিছু বিষয় খেয়াল রাখবেন। যখন আপনি ডিজিটাল ওসেন অ্যাকাউন্ট করবেন তখন যে গিটহাব অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়েছেন সেটা দিয়ে সাইন করে রেজিস্ট্রার করা। অথবা ডাইরেক্ট ডিজিটাল ওসেন এর  ওয়েবসাইট থেকে রেজিস্ট্রার করা। আমি একটি ভুল করেছিলাম যথা সম্ভব ডিজিটাল ওসেন এর ট্রায়াল একটা লিংক বা অন্যের রেফার লিংক থাকে যেটা থেকে ভুলে হয়তো আমি অ্যাকাউন্ট করে ফেলছিলাম।

তারপর যখন গিটহাবের দেওয়া ডিজিটাল ওসেনের কুপন কোড অ্যাপ্লাই করতে যায় তখন কুপন কোড অ্যাপ্লাই করার বক্স পাচ্ছিলাম না। অনেক ঘাটাঘাটি করার পর সাপোর্টের সাথে কথা বলার পর জানতে পারি Digital Ocean যদি কোন কুপন কোড বা একবার অ্যাপ্লাই  করা অথবা রেফার লিংক থেকে রেজিস্ট্রার করা হয় তাহলে কুপন বক্স দিবে না। এতো কিছুর পর আমি ডিজিটাল ওসেনের সাপোর্টে কথা বলে গিটহাবের কুপন কোড টি অ্যাপ্লাই করে নিয়েছি। তাই যখন আপনারা রেজিস্ট্রার করবেন অবশ্যই এই বিষয় খেয়াল রাখেবন, আর ডাইরেক্ট Digitalocean.com থেকেই রেজিস্ট্রার করবেন।

৫। Microsoft Azure

মাইক্রোসফট এর ক্লাউড সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো Microsoft Azure । এটিও একটি ক্লাউড হোস্টিং, ক্লাউড ডেটাবেস ইত্যাদি সার্ভিস প্রোভাইড করে থাকে কিছুটা ডিজিটাল ওসেন এর মতো। আমি মাইক্রোসফট আজুর নিয়ে ততোটা বেশি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিছু শিখিয়ে দিয়ে যাবেন আমাকে। যায় হোক, ওয়েবসাইট থেকে যা দেখতে পারলাম এখানে ভার্চুয়াল ম্যাশিন, SQL Datebase, Azure App Service, Machine Learning, Virtual linux machine ইত্যাদি সার্ভিস গুলো ফ্রি তে পাবেন।

৬। EducationHost

ইডুকেশন হোস্ট হলো স্টুডেন্টদের জন্য একটি হোস্টিং কোম্পানি বলা যায়। এইখানে ১ জিবি স্টোরেজের একটা প্যাক দিবে। আমার ফ্রেন্ড এই সার্ভিস টি নিয়েছে গিটহাব দ্বারা কিন্তু আমার কাছে এটি খুব ভালো মনে হয় নি এর প্যাক দেখে।

৭। JETBRAINS IDE

jetbrains

জেট ব্রেইন্স ডেভেলপারদের বা প্রোগ্রামাদের জন্য বিভিন্ন IDE সফটওয়্যার তৈরী করে থাকে। তাদের জন্যপ্রিয়ম IDE গুলো হলোঃ Pycharm, Webstorm, PhpStorm, GoLand ইত্যাদি। উক্ত্য সফটওয়্যার গুলো গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকের জন্য ফ্রি তে ইডুকেশন লাইসেন্স এর মাধ্যমে প্রো ফিচার গুলো ব্যবহার করতে পারবেন।

৮। Canva Premium Account

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক অ্যাপ্রুভ পেলে আপনি ফ্রি তে ১ বছরের জন্য canva এর প্রো ভার্সন মানে ফিচার গুলো ব্যবহার করতে পারবেন। যারা Canva সম্পর্কে জানেন না তাদের সংক্ষেপে বলি ক্যানভা হলো একটি গ্রাফিক্স ডিজাইন টুল যেটার মাধ্যমে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন খুব সহজেই। এটির মাধ্যমে লগো ডিজাইন, ফিচার ইমেজ ডিজাইন, ইউটিউবা চ্যানেল ব্যানার ডিজাইন, ফেসবুক কভার ইমেজ ডিজাইন ইত্যাদি ধরনের ডিজাইন গুলো বানাতে পারেবন।

৯। Github Pro

Github Student Developer Pack অ্যাপ পেয়ে গেলে আপনি গিটহাবের প্রো লেবেল পেয়ে যাবেন। গিটহাবের প্রো ফিচার উপভোগ করতে পারবেন স্টুডেন্ট হওয়ার জন্য। আপনি একজন ছাত্র তাই গিটহাব এতো কিছু ফ্রিতে দিচ্ছে।

১০। StreamYard

ফেসবুকে লাইভ সেশন করার জন্য এটি একটি প্ল্যাটফর্ম এটি দ্বারা ফেসবুকে সুন্দর ভাবে লাইভ ভিডিও উপস্থাপন করতে পারবেন। গিটহাবের জন্য তারা আপনাকে ফ্রি তে তাদের একটি বেসিক প্ল্যান ব্যবহার করতে দিবে।

আরো অন্যান্য টুলস ও সার্ভিস

  • ফ্রি থার্ড পার্টি ইমেইল সার্ভিস।
  • বিভিন্ন কোর্স ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস।
  • বিভিন্ন গ্রাফিক্স আইকন ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস।
  • আরো অন্যান্য ডেভেলমেন্ট টুলস।

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকের মধ্যে আরো অনেক কিছু রয়েছে যা একই পোস্টে উল্ল্যেখ করা সম্ভব না। আপনারা গিটহাব ইডুকেশনের ওয়েবসাইট টি ভিজিট করে দেখে নিবেন।

কিভাবে Github Student Developer Pack এ অ্যাপ্লাই করবেন?

গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকে আবেদন করার জন্য অবশ্যই আপনার একটি গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনাদের কারো গিটহাব অ্যাকাউন্ট না থাকে তাহলে তৈরি করে নিন। এই সাথে আপনি যে স্টুডেন্ট তা প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে সেটি হতে পারেন স্কুল বা কলেজের আইডি কার্ড, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি। এই গুলোর মধ্যে একটা থাকলেই চলবে কিন্তু এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটাতে মেয়াদ বা তারিখে যেন উল্লেখ্য থাকে। যেমন যদি আইডি কার্ড দিয়ে সামবিট করেন তাহলে সেখানের স্বাক্ষর তারিখ যেন ভালোভাবে বুঝা যায় এমন করে ছবি তুলবেন বা স্ক্যান কপি নিবেন।

আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি প্রথমে আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছলাম কিন্তু কার্ডের অবস্থা ভালো না থাকায় অ্যাপ্রুভ দেয় নি। পরবর্তীতে বর্তমান সেমিস্টারের এডমিন কার্ডের ফটো তুলে অ্যাপ্লাই করেছি কাজ হয়ে গেছে। তো চলুন অ্যাপ্লাই করা শুরু করা যাকঃ

১। প্রথমে গিটহাবের এই https://education.github.com/ ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর দেখুন Sign in লেখা আছে ক্লিক করুন।

২। এখানে আপনার গিটহাব ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

৩। লগিন হয়ে গেলে আবার হোম পেজে নিয় আসবে সেখান থেকে Github student developer Pack এ ক্লিক করুন।

github student developer pack৪। এখন Get Pack এ ক্লিক করুন।

get student pack

৫। নতুন একটি পেজ আসবে সেখান থেকে Get student benefits এ ক্লিক করুন।

৬। এখন গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক এ আবেদন করার জন্য একটি ফর্ম দিবে সেই ফর্ম টি সুন্দর ভাবে আমাদের কে পূরণ করতে হবে। ফর্ম টি দেখতে নিচের স্ক্রিনশটের মতো হবে।

github education apply form

যেভাবে ফর্ম পূরণ করবেনঃ

প্রথমে আপনার ইমেইল টি দেখানে সেইখানে চেক করে করে দিন, তারপর আপনার স্কুল বা কলেজ নাম দিতে হবে যদি আপনার কলেজ আগে থেকে এড থাকে এইখানে তাহলে লেখার সময় দেখাবে আর যদি না থাকে তাহলে আপনার কলেজের নাম সঠিকভাবে লিখে ফেলুন। এরপর লাস্টে যে বক্সে টি দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে একটু বর্ণনা করতে হবে গিটহাব আপনি কেন এবং কিভাবে ইউজ করবেন। বক্সে অলরেডি একটু লেখা আছে ঐ লেখা থেকে ধারণা নিয়ে আমরা কিছু একটা লিখে দিবেন এরপর Continue বাটনে ক্লিক করুন।

৭। এই নতুন পেজে আপনাকে প্রুফ করতে হবে আপনি কি আসলেই স্টুডেন্ট মানুষ কিনা, কি কি কাগজ পত্র দিয়ে অ্যাপ্রুভ নিতে পারেন সেটি উপরের অংশে বলে দিয়েছিলাম। এইখানে আমি এডমিট কার্ড টি দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনার স্টুডেন্ট প্রফু আপলোড করা হয়ে গেলে Proof Type নির্বাচন করুন। সব শেষে Process My Application ক্লিক করুন।

github proof type

৮। গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক এর আবেদন তো টি কিছুক্ষণ সময় নিয়ে প্রসেস হতে তারপর আরেকটি স্টেপ আসবে Continue করবেন।

৯। এরপর আপনার Github student developer pack এর আবেদন সাবমিট হয়ে যাবে।

github student developer pack form

কিভাবে বুঝবেন গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকের আবেদন গ্রহণ হয়েছে?

আপনার আবেদনটি সঠিক ভাবে সামবিট করলে আপনাকে উপরে স্ক্রিনশটের মতো একটা নির্দিষ্ট সময় বলে দিবে তার মধ্যে জানতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনার আবেদন অ্যাপ্রুভ হলে ইমেইলের মাধ্যমে জানতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে আবেদন করার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যায় আবার কারো কখনো কখনো একমাসের মতো সময় লাগে। কিন্তু বর্তমান সময়ে একটু তারাতারি আবেদন প্রসেস করছে আপনি তারাতারিও রিপ্লে পেতে পারেন।

আশা করি, গিটহাব ইডুকেশন কি? গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক কি? এই গুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন সার্ভিস ফ্রিতে নিতে পারবেন সেই সম্পর্কে আপনাদের কে একটা স্পষ্ট ধারনা দিতে পেরেছি।

এই বিষয়ে যদি আপনাদের কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের কে সাহায্য করার চেষ্টা করব।  ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

ধন্যবাদ

আরো পড়ুনঃ .me ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন স্টুডেন্টদের জন্য Github দিয়ে।

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!