About Me
আমার ও ব্লগ সম্পর্কে কিছু কথাঃ
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোঃ বিপ্লব হোসেন বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছি কম্পিউটার টেকনোলজি বিভাগের উপর। আমি আমার শিক্ষার্থীগত যোগ্যতার পরিচয় দেওয়ার চেয়ে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচয় দিতে পছন্দ করব। প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে আমার জানা ও শিখা আর এই থেকে ব্লগিং অর্থাৎ অনলাইনে লেখালেখি করার শখে জাগে।
আমার জানা ও শিখা বিষয় গুলো আমি অনলাইনে লেখালেখি করার মাধ্যমে অন্যের কাছে শিখা ও ছড়িয়ে দিতে পছন্দ করি। ঠিক এই কারণে আমার এই পার্সোনাল ব্লগ তৈরী করেছি এইখানে আমি যেসব বিষয় গুলো জানি সেইসব বিষয় গুলো আপনাদের জানানোর ও শিখানোর চেষ্টা করব। আমি যেসব জিনিস শিখব বা আগে থেকেই জানি সেই গুলো সুন্দর করে ব্লগ আকারে biplophossain.me তে প্রকাশ করা হবে।
প্রযুক্তি বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন টপিকের উপর বাংলা ভাষায় টিউটোরিয়াল বা ছোট ব্লগ আকারে আপনাদের কে শেখানোর চেষ্টা করব। আমি যেসব জিনিস গুলো শিখব বা জানি সেইগুলো এইখানে নিজের পার্সোনাল নোট হিসাবে রাখা হবে সেই সাথে আপনাদেরও কিছু জানা ও শিখা হবে আশা করা যায়। যেহেতু আমি কোন এক্সপার্ট ব্যক্তি না একজন ছাত্র যে শিখার ও জানার চেষ্টার করছে এবং সেই সাথে আপনাদের কে নিজের জ্ঞান ভাগ করে দেওয়া চেষ্টা করছে।
আমার Personal Bangla blog এ কি ধরনের আর্টিকেল পাবেন? প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করার জন্য বিভিন্ন বেসিক টিউটোরিয়াল, সাইবার সিকিউরিট টিপস এন্ড ট্রিক, টিপস এন্ড ট্রিক, অ্যান্ড্রয়েড মোবাইল টিপস এন্ড ট্রিক, কম্পিউটার টিপস এন্ড ট্রিক, ইন্টারনেট টিপস, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সহ আরো বিভিন্ন বিষয়ের উপর বাংলা তে ব্লগ পোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হবে।
আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি নিত্য-নতুন শিখা ও জানা জিনিস গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং করব। এর মাঝে কোন ভুল-ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে আমার এই বাংলা টেক ব্লগ টি কে এগিয়ে নিয়ে যেতে সহয়হতা করবেন।